Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

Mamata Banerjee: খোদ মুখ্যমন্ত্রীর ‘ভুল’ চিকিৎসা, শারীরিক সমস্যা নিয়ে মুখ খুললেন মমতা

কোনও হাসপাতালের নাম উল্লেখ করেননি মমতা।

WB govt hospital allegedly arranged wrong treatment, slams Mamata Banerjee । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 1, 2023 4:11 pm
  • Updated:November 1, 2023 8:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুক্ষেত্রেই রোগীর পরিবারের তরফ থেকে কখনও সরকারি আবার কখনও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ ওঠে। এবার সেই একই অভিযোগ শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তাঁরই ভুল চিকিৎসা হয়েছিল বলেই দাবি। ভুল চিকিৎসার জন্য তাঁর সেপসিসের মতো হয়ে গিয়েছিল বলেও জানান। তবে কোনও হাসপাতালের নাম নেননি। অবশ্য  স্পেন থেকে ফিরে এসএসকেএমের চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা চলছিল তাঁর।

৫৫ দিন পর বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে না আসা নিয়ে অনেকেই নানা কুৎসা করেন বলে অভিযোগ মমতার। তাঁদের উদ্দেশে মমতার প্রশ্ন, “কটা মুখ্যমন্ত্রী অফিসে যান? বাড়ি থেকে কাজ করেন। মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেটাই অফিস। আমি ১৩দিন স্পেনে গিয়েছি। পুজোর ছুটি রয়েছে। ক্যাবিনেট মিটিংও ধরেছেন। পুজো উদ্বোধন ধরেছেন। বড়জোর বলতে পারেন ১২-১৩ দিন। তা না ৫৫ দিনের হিসাব।”

Advertisement

[আরও পড়ুন: বিশ্বভারতীর ফলক বিতর্কে আরও কড়া রাজ্যপাল, ‘অন্যায় বরদাস্ত করা হবে না’, দিলেন হুঁশিয়ারি]

এর পরই সাংবাদিক বৈঠকে নিজের শারীরিক সমস্যা নিয়ে মুখ খোলেন মমতা। বলেন, “ভুল চিকিৎসার জন্য সেপসিসের মতো হয়ে গিয়েছিল। যেভাবে স্যালাইন দেওয়া হয়, সাতদিন সেভাবে চ্যানেল করা ছিল। বিছানা থেকে উঠতে পারিনি।” শারীরিক অসুস্থতা সত্ত্বেও কাজ করে গিয়েছেন। জানান, “প্রতিদিন অফিস থেকে কাগজ গিয়েছে।” যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই পুজোর দিনগুলিতেও ভোর চারটে পর্যন্ত জেগে কাজ করেছেন বলেও জানান তিনি।

[আরও পড়ুন: কাঁধে প্রচুর দায়িত্ব, RPF-এর জন্য বিশেষ ছাড়ের ক্যান্টিন চালু করল চিত্তরঞ্জন লোকোমোটিভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement