মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের লোকসভা কেন্দ্র (Lok Sabha Elections 2024) ডায়মন্ড হারবারে নিজের উদ্যোগে ষাটোর্ধ্বদের জন্য বার্ধক্য ভাতা চালু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্য সরকারকে তিনি অনুরোধ করেছিলেন, কোনওভাবে সরকারি স্তরে যদি গোটা রাজ্যে এই ভাতা চালু করা যায়। অভিষেকের (Abhisek Banerjee) সেই আবেদনের কথা যে তাঁর মাথায় আছে, মঙ্গলবার জয়নগরের সভা থেকে সেটা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
মমতা (Mamata Banerjee) এদিনের সভা থেকে ঘোষণা করলেন, “বয়স্কদের বার্ধক্যভাতা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। আমি চেষ্টা করছি এটা অন্তত ধাপে ধাপে করে দেওয়া যায় কিনা। সেটা পরে ঘোষণা করব। ব্যাপারটা আমার মাথায় আছে।” জয়নগরের সভায় বার্ধক্যভাতা নিয়ে মমতার এই মন্তব্য তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণের জন্য বেশ তাৎপর্যপূর্ণ।
তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্রীয় সরকার টাকা আটকে রাখায় রাজ্যের বহু যোগ্য মানুষের বার্ধক্য ভাতার টাকা আটকে আছে। এর প্রতিবাদে নিজে দিল্লি গিয়ে আন্দোলন করেছেন অভিষেক। কেন্দ্র এখনও কোনও সুরাহা না করায়, নিজের লোকসভা কেন্দ্রের ষাটোর্ধ্বদের জন্য নিজ দায়িত্বেই মাসিক ভাতা চালু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রবিবার সেই প্রকল্পের উদ্বোধনে গিয়ে অভিষেক রাজ্য সরকারকে অনুরোধ জানান, কেন্দ্র যদি না করে রাজ্য সরকার চেষ্টা করুক। রাজ্য সরকারও কোনও কারণে বার্ধক্য ভাতা চালু না করতে পারলে, সে দায়িত্ব তিনি নিজেই নেবেন।
অভিষেকের সেই অনুরোধ সরকারি স্তরে মুখ্যমন্ত্রী বিবেচনা করেন কিনা, সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। মঙ্গলবার জয়নগরের সভায় মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিলেন, বিষয়টা তাঁরও মাথায় আছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.