সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরম আকার নিয়েছে। এবার সেই ইস্যুতে চড়ল রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্বের পারদ। রাজ্যপাল জগদীপ ধনকড়ের অভিযোগ, ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট দিতে ব্যর্থ স্বরাষ্ট্রদপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব এইচ এস দ্বিবেদী। তাই শনিবার সন্ধে ৭ টায় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তলব করেছেন ধনকড়। এদিন টুইট করে নিজেই সে কথা জানালেন তিনি। এমনকী, রাজ্যের এই পরিস্থিতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ত্রুটি বলেও উল্লেখ করেছেন রাজ্যপাল।
ফল ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার বিক্ষিপ্ত খবর আসছে। মৃত্যু হয়েছে বহু রাজনৈতিক নেতা-কর্মীর। পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোন করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়কে। এর পর রাজ্যের প্রশাসনিক কর্তাদের ডেকে রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু সেই রিপোর্ট জমা রাজভবনে জমা পড়েনি বলে অভিযোগ করলেন ধনকড়। একইসঙ্গে তাঁর দাবি, রাজ্য পুলিশের ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনারের রিপোর্টও রাজভবনে জমা করেননি এইচ এস দ্বিবেদী।
Chief Secretary @MamataOfficial has been called upon to see me today before 7 PM as ACS Home @HomeBengal failed to impart status report on law and order regarding post poll violence.
He even did not forward reports of DGP @WBPolice and CP @KolkataPolice sent to him on May 3. pic.twitter.com/GhgjI5KhoD
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 8, 2021
আরেকটি টুইটে রাজ্যের নতুন সরকারের সমালোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। লিখেছেন, “নির্বাচিত সরকারের শাসনকালে এ ধরণের ঘটনা দুর্ভাগ্যজনক। উপেক্ষা করা যায় না। রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে। অথচ রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে কোনও রিপোর্ট নেই। এটা তো মেনে নেওয়া যায় না।”
উল্লেখ্য, মাত্র তিনদিন আগে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথগ্রহণের দিনই নজিরবিহীনভাবে তৃণমূল সরকারকে তুলোধোনা করেছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েই ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছিলেন। এবার পুরনো কায়দায় ফের রাজ্যকে আক্রমণ শুরু করলেন ধনকড়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.