Advertisement
Advertisement
Panchayat Election

Panchayat Election: আচমকাই দিল্লি সফরে রাজ্যপাল, শাহের মন্ত্রকে পঞ্চায়েত ভোটের রিপোর্ট দিতে?

পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে জেলায়-জেলায় ঘুরেছেন রাজ্যপাল।

WB Governor likely to visit Delhi after Panchayat Election | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:July 9, 2023 6:07 pm
  • Updated:July 9, 2023 6:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) পরদিনই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। রবিবার সন্ধেয়ই দিল্লি পৌঁছবেন। সোমবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন সিভি আনন্দ বোস। এমনই খবর রাজভবন সূত্রে। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে জেলায়-জেলায় ঘুরেছেন রাজ্যপাল। হিংসায় আক্রান্তদের পরিবারের সঙ্গে নিজে সাক্ষাৎ করেছেন। গ্রাউন্ড জিরোর রিপোর্ট তৈরি করেছেন নিজে। স্বরাষ্ট্রমন্ত্রকে সেই রিপোর্টই তিনি দিতে চলেছেন বলে সূত্রের দাবি।

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে অশান্তি। প্রাণ গিয়েছে বহু। অশান্তির ঘটনায় বারবার সরব হতে দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। নিজে ছুটে গিয়েছেন অশান্তিপ্রবণ এলাকায়। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ভোটের সকালেও একইরকম সক্রিয় রাজ্যপাল। বিভিন্ন এলাকায় ঘুরেছেন। তারপরেও ভোটের দিন রাজ্যে প্রাণ গিয়েছে ১৯ জনের। নির্বাচনের পরও রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তি চলছে। দফায়-দফায় বোমাবাজি, গুলিবৃষ্টি অব্যাহত।

Advertisement

[আরও পড়ুন: ‘আর কতদিন এসব চলবে?’, ভোটে হিংসায় ‘ক্ষুব্ধ’ প্রাক্তন IPS-বিধায়ক হুমায়ুন কবীর]

সিভি আনন্দ বোস আগেই জানিয়েছিলেন তিনি ‘গ্রাউন্ড জিরোর রাজ্যপাল’। সেইমতো রিপোর্ট তৈরি করে মুখবন্ধ খামে কমিশনে জমা করেছিলেন। তাতে অবশ্য কমিশন কর্ণপাত করেনি বলেই খবর। ভোট শেষে সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, রাজ্যপালের যা করণীয় তাই করব। এরপরই তড়িঘড়ি রবিবার দিল্লি রওনা দিলেন রাজ্যপাল। জানা গিয়েছে, সোমবার স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা করবেন তিনি।

[আরও পড়ুন: আউশগ্রামে সিপিএম কর্মী খুনে জারি ধরপাকড়, গ্রেপ্তার তৃণমূলের ২]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement