Advertisement
Advertisement
CV Anand Bose

একইদিনে দ্বিতীয়বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস, উঠল গো-ব্যাক স্লোগান

বিশ্ববিদ্যালয়ের কাজে রাজ্যপালের হস্তক্ষেপের প্রতিবাদ সরব এআইডিএসও-র সমর্থকরা।

WB Governor CV Anand Bose visits University of Calcutta second time in a day | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 10, 2023 3:14 pm
  • Updated:April 10, 2023 7:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই দিনে দ্বিতীয়বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল ক্যাম্পাসে ঢুকতেই ওঠে গোব্যাক স্লোগান। বিশ্ববিদ্যালয়ের কাজে রাজ্যপালের হস্তক্ষেপের প্রতিবাদ সরব হন ছাত্র সংগঠন এআইডিএসও-র সমর্থকরা। তাঁদের দাবি, বাতিল করতে হবে জাতীয় শিক্ষানীতি। 

সোমবার সকালেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে ঢোকার ঠিক মুখে সিদ্ধান্ত বদলে চলে যান কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সেই সময় উপাচার্যও পৌঁছননি বিশ্ববিদ্যালয়ে। ২০ মিনিট সেখানে থাকার পর রাজভবনে ফেরেন তিনি। সেখানে বেশ কিছু কাজ ছিল তাঁর। এরপর বেলা আড়াইটে নাগাদ ফের রাজভবন থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন তিনি।অর্থাৎ একই দিনে দুবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল। দ্বিতীয়বারের পরিদর্শনে বিক্ষোভের মুখে পড়েন আনন্দ বোস।  রাজ্যপাল ক্যাম্পাসে ঢুকতেই গো-ব্যাক স্লোগান তোলেন AIDOS সমর্থকরা।

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হিসেবে গরমিল! ক্রমশ জটিল হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল রহস্য]

সম্প্রতি রাজভবন এবং রাজ্যের সম্পর্কের অবনতি হয়েছে। উপাচার্য পদে নিয়োগ নিয়ে রাজভবন-নবান্নের লড়াইয়ের জল গড়িয়েছে আদালতে। উপাচার্য নিয়োগ রাজ্যের এক্তিয়ার বহির্ভূত বলেই জানিয়েছে কলকাতা হাই কোর্ট। এদিকে, আবার আচার্য পদের ক্ষেত্রে একই পদ্ধতি বজায় থাকবে বলেই বিবৃতি জারি করেছেন রাজ্যপাল। আবার বিশ্ববিদ্যালয়গুলিকে ই-মেল মারফত প্রতি সপ্তাহে রাজ্যপালকে রিপোর্ট পাঠাতে হবে বলেও নির্দেশিকা জারি হয়। যার ফলে ক্ষুব্ধ রাজ্য সরকার। বিরোধের আবহে রাজ্যপালের কলকাতা বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: মধ্যরাতে মীন-ডাকাতি! লুটের চিংড়ি উদ্ধারে সন্দেশখালি তোলপাড় কলকাতা পুলিশের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement