Advertisement
Advertisement

Breaking News

C V Anand Bose

চৈত্র সংক্রান্তির সকালে বেলুড় মঠে রাজ্যপাল, কেন এই সফর?

সাড়ে আটটা থেকে ৯ টা পর্যন্ত বেলুড়ে ছিলেন সি ভি আনন্দ বোস।

WB Governor CV Anand Bose visits Belur Math on friday | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 14, 2023 9:45 am
  • Updated:April 14, 2023 9:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চৈত্র সংক্রান্তির সকালে বেলুড় মঠে রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলস ভরা গঙ্গাজল তুলে দিলেন কোচির রামকৃষ্ণ মিশনের মহারাজদের হাতে। রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েছেন মহারাজরা।

জানা গিয়েছে, কেরালার কোচির রামকৃষ্ণ মিশনের ৭৫ বছর পূর্তি ও রামকৃষ্ণ মিশন আন্তর্জাতিক আন্দোলনের ১২৫ তম বর্ষ এবছর। সেই উপলক্ষে অনুষ্ঠান হবে। কোচি রামকৃ্ষ্ণ মিশনের মহারাজদের ইচ্ছে ছিল, বেলুড়ের গঙ্গাজলে অনুষ্ঠানের সূচনা করার। সেই কারণেই গতকাল কোচি থেকে মহারাজরা বেলুড়ে যান। বৃহস্পতিবার বিকেলেই তাঁরা যান রাজভবনে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে তাঁকে বেলুড় মঠে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান।

Advertisement

[আরও পড়ুন: ‘আঁচল ফেলে আপনাদের কাছে ভিক্ষা চাইব, দিল্লির কাছে নয়’, কেন্দ্রের বঞ্চনা নিয়ে তোপ মমতার]

সেই আমন্ত্রণে সাড়া দিয়ে শুক্রবার সকাল সাড়ে আটটায় বেলুড় মঠে পৌঁছন রাজ্যপাল। সেখানে গঙ্গাজল প্রথমে তাঁর হাতে তুলে দেওয়া হয়। সেই কলস তিনি কোচির মহারাজদের হাতে তুলে দেন। কোচির মহারাজরা এই গঙ্গাজল দিয়েই তাঁদের অনুষ্ঠানের সূচনা করবেন। দিনভর একাধিক কর্মসূচি থাকা সত্ত্বেও রাজ্যপাল বেলুড় মঠে যাওয়ায় তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মহারাজরা।

[আরও পড়ুন: ‘বিচারপতি গঙ্গোপাধ্যায় বিরোধীদের এজেন্ট! অভিষেকের চরিত্র হননের চেষ্টা করছেন’, তোপ কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub