Advertisement
Advertisement
CV Anand Bose

সোমবার ৬ বিধায়কের শপথ, বিধানসভায় গিয়ে পাঠ করাবেন খোদ রাজ্যপাল

ওই দিন বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী।

WB Governor CV Anand Bose to administer oath to six new assembly members
Published by: Sucheta Sengupta
  • Posted:November 29, 2024 9:15 pm
  • Updated:November 29, 2024 9:42 pm  

কৃষ্ণকুমার দাস: রাজভবন-বিধানসভা দ্বন্দ্ব মিটিয়ে নতুন সূচনা! সোমবার বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথ পড়াবেন খোদ ‘আগ্রহী’ রাজ্যপাল। সূত্রের খবর এমনিই। জানা যাচ্ছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই বিধানসভায় গিয়ে নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ওইদি অর্থাৎ ২ ডিসেম্বর বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রীও। সেক্ষেত্রে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী ফের মুখোমুখি হতে চলেছেন। 

সদ্যই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। ফলপ্রকাশের পর দেখা যায়, ছটিতেই জিতেছেন তৃণমূল প্রার্থীরা। বিধানসভায় শপথগ্রহণের পর তাঁরা নিজ নিজ এলাকায় কাজ শুরু করতে পারবেন। চলতি শীতকালীন অধিবেশনেই তাঁদের শপথপর্ব মিটতে পারে, এই সম্ভাবনা ছিলই। তবে সংশয় ছিল কে তাঁদের শপথ পড়াবেন, রাজ্যপাল নাকি বিধানসভার স্পিকার, তা নিয়ে। কারণ, অতীতে বিধায়কদের শপথ নিয়ে রাজভবন-বিধানসভার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তবে এবার সেসব মিটেছে। সূত্রের খবর, এবার রাজ্যপাল নিজেই বিধানসভায় এসে শপথ পড়াতে আগ্রহ প্রকাশ করেছেন।  আগামী সোমবার অর্থাৎ ২ ডিসেম্বর বেলা ১১টা নাগাদ ছয় বিধায়কের শপথ হবে। 

Advertisement

২৩ নভেম্বর ছয় বিধানসভা কেন্দ্রের ফলপ্রকাশের পরই বিধানসভার তরফে স্পিকার বিমান বন্দ্য়োপাধ্য়ায় রাজভবনে চিঠি পাঠিয়েছিলেন শপথের বিষয়টি নিয়ে। পরে পরিষদীয় দলের তরফেও সিভি আনন্দ বোসের কাছে বার্তা পাঠানো হয়। শুক্রবার রাজভবনের তরফে এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস মিলেছে। সাধারণত এসব ক্ষেত্রে রাজ্যপাল স্পিকারের উপরই শপথের দায়িত্ব দিয়ে থাকেন। আগে কয়েকবার এমনই হয়েছে। তবে এবার রাজ্য সরকারের সঙ্গে সাময়িক ‘তিক্ত’ সম্পর্ক মসৃণ করার স্বার্থে সিভি আনন্দ বোস নিজেই বিধানসভায় এসে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পড়াতে চান।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement