Advertisement
Advertisement

Breaking News

C V Anand Bose

‘সরকার কাজ না করলে সংবিধান নিজের পথে চলবে’, সন্দেশখালি নিয়ে মন্তব্য রাজ্যপালের

সন্দেশখালির ঘটনায় মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব রাজভবনের।

WB Governor C V Anand Bose reacts strongly on attack on ED officers at Sandeshkhali | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 5, 2024 2:41 pm
  • Updated:January 5, 2024 3:54 pm  

নব্যেন্দু হাজরা: রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল (TMC) নেতার বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালির(Sandeshkhali) সরবেড়িয়া। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে এদিন ইডি (ED) আধিকারিকদের তল্লাশির বিরোধিতায় পালটা আক্রমণ শুরু করেন অনুগামীরা। তাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরাও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও হামলার মুখে প্রায় পালিয়ে বাঁচেন। ইডিকে এমন আক্রমণের মুখে পড়তে হওয়ার ঘটনা সত্যিই বিরল। কিন্তু যা ঘটেছে, তা কাম্য নয়। সরকারকে এর যথাযথ ব্যবস্থা নিতে হবে বলে তীব্র সমালোচনা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)।

এদিন সন্দেশখালির ঘটনা নিয়ে একটি অডিও বার্তা দিয়েছেন রাজ্যপাল। তাঁর বক্তব্য, ”সন্দেশখালিতে যা যা ঘটেছে, সব শুনেছি। আমি অত্যন্ত উদ্বিগ্ন গোটা পরিস্থিতি নিয়ে। এ ধরনে বর্বরতা, গুন্ডামি বাংলায় বরদাস্ত করা হবে না। বাংলায় নানা সময়ে এধরনের জঙ্গলরাজ, গুন্ডারাজ ঘটছে। নির্বাচনের আগে ও পরে এসব ঘটে চলেছে। এসব অবিলম্বে বন্ধ করতে হবে। সরকারকে শক্ত হাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর সরকার যদি তা না করতে পারে, তাহলে সংবিধান সংবিধানের পথে চলবে। সংবিধানের নিজস্ব দায়িত্ব, কর্তব্য আছে।”

Advertisement

[আরও পড়ুন: কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ‘জঙ্গি সংগঠনের’]

এদিকে, সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল রাজভবন। রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন সি ভি আনন্দ বোস। 

[আরও পড়ুন:  চটকলের ৯০ শতাংশের বেশি কর্মীর স্থায়ীকরণ, শ্রমিকদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement