Advertisement
Advertisement

Breaking News

SSC

২০১২ সালের SSC মামলায় জয় রাজ্যের, পরীক্ষার্থীদের আবেদন খারিজ করল হাই কোর্ট

পালটা ডিভিশন বেঞ্চে যাচ্ছেন পরীক্ষার্থীরা।

WB Government wins in SSC 2012 case in Kolkata High Cout
Published by: Paramita Paul
  • Posted:August 26, 2020 4:09 pm
  • Updated:August 26, 2020 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১২ সালের এসএসসি (SSC) মামলায় জয় রাজ্যের। বুধবার পরীক্ষার্থীদের মামলা খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। রায়দানের সময় হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বলেন, “কম্বাইন্ড মেরিট লিস্ট চূড়ান্ত নিয়োগ তালিকা নয়। ৩৬ হাজার ১৪০ জনের তালিকা নিয়োগ তালিকা নয়।” নিয়োগ প্রক্রিয়া নিয়ে ক্যাগ রিপোর্ট যে অস্বচ্ছতার কথা বলা হয়েছিল তা কার্যত মেনে নিয়েছে আদালত। তবে তার সঙ্গে চাকরি প্রার্থীদের মামলার কোনও যোগ নেই বলেও জানিয়ে দেয় আদালত। তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে ডিভিশনে বেঞ্চে যাচ্ছে বলে খবর।

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর প্রথম এসএসসি পরীক্ষা হয় ২০১২ সালে। এর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ হয় ২০১৩ সালে সেপ্টেম্বরে। অভিযোগ ওঠে, এসএসসি কমিশন যে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করেন তা শূন্যপদের থেকে অনেক কম চাকরি প্রার্থীর নাম আছে। মেধাতালিকাভুক্ত সমস্ত প্রার্থীদের চাকরি দেওয়ার দাবি ওঠে। এছাড়া এসএসসি’র মাধ্যমে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। মেরিট লিস্টে থেকেও চাকরি না পেয়ে কয়েক হাজার চাকরি প্রার্থী আন্দোলন, অনশন, আমরণ অনশন ইত্যাদি’র পথ বেছে নিয়েছিলেন। পাশাপাশি কলকাতা হাই কোর্টে আইনের দ্বারস্থ হয়েছেন বহু চাকরি প্রার্থী।

Advertisement

[আরও পড়ুন : NEET-JEE পিছোতে সব মুখ্যমন্ত্রীকে লড়াইয়ের ডাক মমতার]

মামলার জল গড়িয়েছিল সু্প্রিম কোর্টেও। সেসময় কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল, প্যানেল থাকা ৩৬,১৪০ জন’কে চাকরিতে নিয়োগ করা হয়েছে। কিন্তু চাকরি প্রার্থীরা তা মানতে চায়নি। এদিন সেই হলফনামার পরিপ্রেক্ষিতেই বিচারপতি জানিয়ে দেন, কম্বাইন্ড মেরিট লিস্ট চূড়ান্ত নিয়োগ তালিকা নয়।

[আরও পড়ুন : বাংলার প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, চিঠির পর ফের টুইটে মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement