Advertisement
Advertisement
Teachers

স্কুল শিক্ষকদের পদোন্নতির নীতিতে বদল? নয়া ব্যবস্থার পথে রাজ্য

কোন কোন মাপকাঠিতে পদোন্নতি?

WB government plans to change system of promoting primary teachers

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:October 26, 2023 10:02 am
  • Updated:October 26, 2023 10:05 am  

দীপালি সেন: সহকারী শিক্ষক হয়েই স্কুলে যোগদান। অবসর গ্রহণও একই পদে। স্কুল শিক্ষকদের পদোন্নতির নীতিতে এই চিত্রে বদল আনা হতে পারে। নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করা হতে পারে।

সূত্রের খবর, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে যেমন সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক পদ রয়েছে, সেই আদলে স্কুল শিক্ষকদের জন্যও তৈরি হতে পারে পদ। সেক্ষেত্রে সহকারী, সহযোগী বা সিনিয়র শিক্ষক পদমর্যাদা পেতে পারেন স্কুল শিক্ষকরা। কর্মদক্ষতার ভিত্তিতেই নির্ধারিত হবে পদ। আর কর্মদক্ষতা যাচাইয়ের মাপকাঠি কী কী হতে পারে, তা নিয়েও বেশ কয়েকটি সম্ভাবনার কথা উঠে এসেছে ইতিমধ্যেই। রাজ্য শিক্ষানীতিতে স্কুল শিক্ষকদের পদোন্নতির নীতি তৈরির কথা বলা ছিল। যা কার্যকর করতে সম্প্রতি একটি ছয় সদস্যের কমিটি গঠন করে স্কুল শিক্ষা দপ্তর। কী কী বিষয়ের উপর ভিত্তি করে পদোন্নতি হবে, অর্থাৎ পদোন্নতির মাপকাঠিগুলি কী হবে, তা স্থির করবে এই কমিটি। 

Advertisement

[আরও পড়ুন: ‘ব্যাট করার ইচ্ছাই ছিল না’, বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির নজির গড়ে দাবি ম্যাক্সওয়েলের]

সূত্রের খবর, প্রাথমিক স্তরের আলোচনায় বেশ কয়েকটি মাপকাঠির কথা উঠে এসেছে। সংশ্লিষ্ট শিক্ষক নিয়মিত ক্লাস কতটা নেন, তাঁর নেওয়া অতিরিক্ত ক্লাস, শিক্ষকের নিজের নামে প্রকাশিত বই বা আর্টিকেল, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে কতটা অংশগ্রহণ করেন, শিক্ষামূলক ভ্রমণ-সহ অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকের ভূমিকা-সহ আরও অনেক কিছু নিয়েই ভাবনাচিন্তা করা হচ্ছে। এই মাপকাঠিগুলি স্থির করা হবে এবং কোন মাপকাঠির উপর কত নম্বর বরাদ্দ হবে, তা নির্ধারণ করবে কমিটি। তবে, গোটাটাই বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। চলতি মাসের শেষেই স্কুল শিক্ষাদপ্তরে রিপোর্ট জমা দেওয়ার কথা এই কমিটির।

[আরও পড়ুন: পুজোর পথে বাইকের দাপট, ট্রাফিক আইন ভাঙায় ৭ হাজারের বেশি মামলা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement