Advertisement
Advertisement
Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা বসাতে বরাদ্দ ৩৮ লক্ষ টাকা, মঞ্জুর করল শিক্ষা দপ্তর

কবে শুরু হবে সিসি ক্যামেরা বসানোর কাজ?

WB government allots funds for CCTV installation in Jadavpur University | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 30, 2023 1:46 pm
  • Updated:August 30, 2023 1:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানো নিয়ে জটিলতা কাটার মুখে। ক্যামেরা বসানোর খরচ বাবদ প্রায় ৩৮ লক্ষ টাকা বরাদ্দ করতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর। নবান্ন (Nabanna) সূত্রে খবর, বিষয়টি অর্থ দপ্তরের বিচারাধীন ছিল। অর্থ দপ্তর সবুজ সংকেত দেওয়ার ফলে এই অর্থ বরাদ্দে কোনও বাধা রইল না।

অর্থ দপ্তর সূত্রের খবর, মৌখিকভাবে শিক্ষা দপ্তরকে অর্থ বরাদ্দের কথা জানানো হয়েছে। কিছু প্রশাসনিক কাজকর্ম বাকি আছে।  সেটা চলতি সপ্তাহেই মিটে যাবে। জানা গিয়েছে, ওই টাকা সরাসরি পৌঁছে যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ব্যাংক অ্যাকাউন্টে। তবে সিসি ক্যামেরা লাগানোর কাজ কবে থেকে শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

[আরও পড়ুন: আকসাই চিনে সুড়ঙ্গ তৈরি করছে লালফৌজ! নয়া ছবি ঘিরে চাঞ্চল্য]

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, প্রায় ৩৭ লক্ষ টাকা খরচে বিশ্ববিদ্যালয়ের দু’টি ক্যাম্পাস ও হস্টেল মিলিয়ে মোট দশটি জায়গায় ২৬টি সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত হয়েছে বেশ কয়েকদিন আগেই। গত শুক্রবার ‘ওয়েবেল টেকনোলজি লিমিটেড’কে (WTL) ওয়ার্ক অর্ডারও পাঠিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। তখনই উচ্চশিক্ষা দপ্তরের কাছে সিসি ক্যামেরা বসানোর জন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করার আবেদন করে চিঠিও পাঠানো হয়। তারপরই উচ্চশিক্ষা দপ্তর তৎপরতা শুরু করে। এবার অর্থ দপ্তরের তরফে মঞ্জুরিও মিলল।

[আরও পড়ুন: ‘আগেই বলেছি, লাদাখ নিয়ে মিথ্যে বলছেন মোদি’, চিনা ম্যাপ বিতর্কে তোপ রাহুলের]

উল্লেখ্য, প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনায় পরিকাঠামোগত ও প্রশাসনিক ফাঁকফোঁকরের দিকগুলি চিহ্নিত করতে গত ১৭ আগস্ট একটি চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। মঙ্গলবার যাদবপুরে যায় সেই কমিটির তিন সদস্য। উচ্চশিক্ষা দপ্তরের বিশেষ সচিব চন্দ্রানী টুডু, ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন জয়শ্রী রায়চৌধুরি ও উচ্চশিক্ষা সংসদের মেম্বার সেক্রেটারি শিবাজী ঘোষ প্রায় আড়াই ঘণ্টা ধরে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর সঙ্গে বৈঠক করেন। তারপর ক্যাম্পাস ও মেন হস্টেল পরিদর্শন করেন তাঁরা। সিসি ক্যামেরা কোথায় বসানো হচ্ছে, সেসব নিয়েও খোঁজখবর নেন তারা। তারপরই অর্থবরাদ্দ করল অর্থদপ্তর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement