Advertisement
Advertisement

Breaking News

Excise Department

QR কোড, বড় হলোগ্রাম, ভেজাল সুরা বিক্রি রুখতে জোড়া অস্ত্র রাজ্য সরকারের

সম্প্রতি ভেজাল মদ বিক্রির অভিযোগ ওঠায় তৎপর আবগারি দপ্তর।

WB Excise Department takes double protection steps to curb fake wine | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 2, 2023 4:45 pm
  • Updated:November 2, 2023 4:47 pm  

গৌতম ব্রহ্ম: দুর্গাপুজো (Durga Puja) ছাড়াও উৎসবের মরশুমে সুরা বিক্রিতে রেকর্ড আয় হয়েছে রাজ্যের। ফুলেফেঁপে উঠেছে কোষাগার। তাই তাতে স্বচ্ছতা বজায় রাখতে আরও তৎপর রাজ্যের আবগারি দপ্তর। ভেজাল সুরা বিক্রি রুখতে জোড়া অস্ত্র আনছে সরকার। মদের বোতলে এবার থেকে QR কোড বসানো হচ্ছে। যা স্ক্যান (Scan) করে ওই মদ সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন ক্রেতারা। এছাড়া বোতলের গায়ে হলোগ্রাম লোগোটির আকারও বাড়ানো হচ্ছে, যাতে সহজেই চোখে পড়ে।

তথ্য বলছে, গত ৭ মাসে সুরা বিক্রি করে দশ হাজার কোটিরও বেশি আয় হয়েছে আবগারি দপ্তরের (Excise Department)। তবে তারই মাঝে ভেজাল সুরা বিক্রি হচ্ছে, এমন অভিযোগও উঠেছে। আর সেই অভিযোগ পেয়ে তা রুখতে তৎপর হয়েছে আবগারি দপ্তর। সেই কারণে দ্বিমুখী নীতি নেওয়া হয়েছে। প্রথমত, মদের বোতলের গায়ে যে হলোগ্রাম স্টিকার (Hologram Sticker) থাকে, তা খুব ছোট। হঠাৎ করে ক্রেতাদের চোখে নাও পড়তে পারে। সেই হলোগ্রাম স্টিকারের আকার বাড়ানো হচ্ছে। যাতে সুরা কেনার পরই ক্রেতা একঝলকে মদ সংক্রান্ত জরুরি তথ্য পড়ে নিতে পারেন।

Advertisement

[আরও পড়ুন: ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে ছড়ানো হচ্ছে ‘ভুল তথ্য’! কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

এছাড়া বোতলের গায়ে কিউআর কোড (QR Code) বসানো হবে। যা একবারই মাত্র স্ক্যান করা যাবে। স্ক্যান করলে মদের সমস্ত তথ্য পেতে পারেন ক্রেতারা। এ থেকেই বোঝা যাবে, ওই সুরা নকল কি না। সামনেই কালীপুজো (Kali Puja)। তাতে আরও মদ বিক্রি হওয়ার সম্ভাবনা। সেখানে যাতে কোনও ভেজাল-অভিযোগ না ওঠে, আগে থেকে সে বিষয়ে তৎপর হল আবগারি দপ্তর।

[আরও পড়ুন: রোগীকে নার্সিংহোমে পাঠালে ব‌্যবস্থা, সরকারি চিকিৎসা কেন্দ্র নিয়ে নির্দেশ রাজ্যের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement