Advertisement
Advertisement

Breaking News

TMC-BJP Clash

ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ট্যাংরা, বাঁশ-রড দিয়ে হামলায় জখম ১৪

ইটবৃষ্টি, বাঁশ-রড নিয়ে হামলা চালানোর অভিযোগ।

WB Election: TMC-BJP Clash at Tangra before poll, 14 injured | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 25, 2021 4:39 pm
  • Updated:April 25, 2021 5:30 pm  

অর্ণব আইচ: ভোটের আগে ফের উত্তপ্ত শহর কলকাতা। ট্যাংরার (Tangra) মথুরবাবু লেনে বিজেপি-তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার, আহত দু’পক্ষের ১৪ জন। একে অপরের বিরুদ্ধে বাঁশ, রড দিয়ে মারধরের অভিযোগ উঠল। রবিবার দুপুরে এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ট্যাংরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় আতঙ্ক। মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী।

গন্ডগোলের সূত্রপাত রবিবার রাতে। মথুরবাবু লেন এলাকায় বিজেপির (BJP) ফেস্টুন ছেঁড়া নিয়ে উত্তেজনা।বিজেপির অভিযোগ, বেছে বেছে তাঁদের কর্মীদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা। রাতের ঘটনা নিয়ে প্রতিবাদ জানান বিজেপির এক মহিলা কর্মী। তাঁর উপরও হামলা চলে বলে অভিযোগ। তৃণমূলের পালটা অভিযোগ, এসব বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এরপর রাতের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে গেলেও রবিবার দুপুরে ফের অশান্তি শুরু হয়। এদিন এলাকায় বিজেপি একটি পথসভার আয়োজন করেছিল। অভিযোগ, তা ভণ্ডুল করতে তৃণমূলের কর্মী, সমর্থকরা ফের হামলা চালায়। বাঁশ, রড নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। চলে ইট ছোঁড়াছুঁড়িও। এতে দু’পক্ষের ১৪ জন আহত হয়েছেন। যদিও বিজেপির দাবি, আহতরা সকলেই তাঁদের দলের কর্মী।

Advertisement

[আরও পড়ুন: করোনার রিপোর্ট না আসায় ৩ দিন মর্গে পড়ে দেহ, চূড়ান্ত অব্যবস্থা খাস কলকাতায়]

মথুরবাবু লেন এলাকাটি বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এখানে তৃণমূল ও বিজেপির মধ্যে জোর টক্কর। আগেও এই এলাকা একাধিকবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী ২৯ তারিখ এই কেন্দ্রে ভোট। তার আগে রাত থেকে এ ধরনের সংঘর্ষে স্বভাবতই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ভোটের আগে এলাকায় চাপা আতঙ্ক জারি থাকবে বলে আশঙ্কা তাঁদের। ভোটের দিনও এখানে ছোটখাটো সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও শান্তিপূর্ণ ভোট করানোর লক্ষ্যে কলকাতাতেও পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কমিশন। তবু আতঙ্ক কাটছেই না। 

[আরও পড়ুন: বিনামূল্যে প্রবীণদের ভোটকেন্দ্রে পৌঁছে দেবে অ্যাপ ক্যাব, নয়া উদ্যোগ কমিশনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement