Advertisement
Advertisement
Mamata Banerjee

জয় নিয়ে আত্মবিশ্বাসী, ভোট দিয়েই ভিকট্রি সাইন দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়

হুইলচেয়ারে চড়েই ভোটকেন্দ্রে পৌঁছন তৃণমূল নেত্রী।

WB Election 2021: CM Mamata Banerjee casts her Vote in Kolkata | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 26, 2021 4:26 pm
  • Updated:April 26, 2021 7:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ মে তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসছে তৃণমূলই। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বডি ল্যাঙ্গুয়েজে এমনই আত্মবিশ্বাসের ছাপ লক্ষ্য করা গেল। তাই মুখে কিছু না বললেও সোমবার ভোটাধিকার প্রয়োগের পর ভিকট্রি সাইন দেখিয়েই সবটা বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী।

নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পরই পায়ে চোট পেয়েছিলেন। তারপর সমস্ত ভোট প্রচার (Bengal Polls 2021) সারেন হুইলচেয়ারে বসেই। প্লাস্টার করা পা নিয়েও এক মুহূর্ত বিশ্রাম নেননি। জনসভা থেকে র‍্যালি- নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী সবই চালিয়েছেন নিজের চেনা ভঙ্গিতেই। প্রতি পদে দলীয় প্রার্থীদের পাশে দাঁড়িয়ে আত্মবিশ্বাস জুগিয়েছেন। আজই সেই ভোট প্রচারের শেষ দিন। আর এদিন নিজেও ভোট দিলেন তৃণমূল সুপ্রিমো। 

Advertisement

[আরও পড়ুন: ভোটগ্রহণ কেন্দ্রের ভিতর শ্লীলতাহানির অভিযোগ, রাসবিহারীতে আটক বিজেপির বুথ এজেন্ট]

বেলা ৩টে ৫২ নাগাদ হুইলচেয়ারে বসে ভোটকেন্দ্রে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তিনি। যে কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির হয়ে লড়ছেন রুদ্রনীল ঘোষ। হুইলচেয়ারের কথা মাথায় রেখে আগেই বিশেষভাবে মসৃণ পাটাতনের ব্যবস্থা করা হয়েছিল। সেখান দিয়েই বুথের ভিতর ঢোকেন। আর ভোটদানের পর বেরিয়েই ‘V’ দেখান তৃণমূল সুপ্রিমো। বুঝিয়ে দিতে চাইলেন, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত।

অষ্টম দফায় জেলার পাশাপাশি কলকাতার বেশ কয়েকটি আসনে নির্বাচন (West Bengal Assembly Election)। ভোটদানের আগেই তাই শেষ প্রচার সারলেন। মির্নাভা থিয়েটারে শেষ নির্বাচনী জনসভা করেন মমতা। সেখান থেকে ফের করোনা পরিস্থিতির জন্য মোদি ও নির্বাচন কমিশনকে তোপ দাগলেন তিনি। বললেন, “একজন প্রধানমন্ত্রী বিপর্যয় মোকাবিলা না করে বাংলা দখল করতে ব্যস্ত হয়ে পড়েছেন। তাঁর জন্যই করোনার এই অবস্থা। প্রধানমন্ত্রীর এই আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না।” পাশাপাশি কমিশন প্রতিহিংসামূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন মমতা।

[আরও পড়ুন: ভোটের মুখে বীরভূমের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল, সরানো হল দুবরাজপুর ও নলহাটির ওসিকে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement