দীপঙ্কর মণ্ডল: এখন শিরোনামে এসএসসি দুর্নীতি মামলা। ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেছে সিবিআই। পরেশ অধিকারী শনিবারও নিজাম প্যালেসে সিবিআই জেরার মুখোমুখি। তারই মাঝে আচমকা লন্ডন সফর বাতিল করলেন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। লন্ডনে যাচ্ছেন না শিক্ষাসচিব মণীশ জৈনও। শনিবার দু’জনেরই লন্ডনে উড়ে যাওয়ার কথা ছিল।
আগামী রবি এবং সোমবার লন্ডনে শিক্ষা সংক্রান্ত একটি আলোচনা সভায় যোগ দেওয়ার কথা ছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিব মণীশ জৈনের। তবে ওই অনুষ্ঠানে যোগ দেওয়া হচ্ছে না তাঁদের। আচমকাই শনিবার সকালে সফর বাতিল করেন ব্রাত্য বসু।
এসএসসি দুর্নীতি মামলা নিয়ে কলকাতা হাই কোর্টে চলছে শুনানি। সিবিআই তৎপরতার সঙ্গে তদন্ত চালাচ্ছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। নিজাম প্যালেসে সিবিআই জেরার মুখোমুখিও হয়েছেন তিনি। আগামী সপ্তাহে ফের তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিনদিনে তিনবার সিবিআইয়ের মুখোমুখি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। তাঁদের মেয়ের নিয়োগও বাতিল হয়ে গিয়েছে। দুই কিস্তিতে ৪১ মাসের বেতন ফেরানোর নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মন্ত্রীর মেয়ের নিয়োগের নেপথ্যে অন্য কোনও প্রভাবশালীর যোগসাজশ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই পরেশ অধিকারীকে বারবার জেরা করছে সিবিআই।
এসসি দুর্নীতি মামলা নিয়ে টানাপোড়েনের মাঝে ব্রাত্য বসুর লন্ডন সফর বাতিল নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। যদিও লন্ডন সফর বাতিলের নেপথ্যে এসএসসি মামলার টানাপোড়েন রয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এ বিষয়ে এখনও শিক্ষামন্ত্রী কিংবা নবান্নের তরফে কিছু জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.