Advertisement
Advertisement
Ram Navami

এবার রামনবমীতেও ছুটি দেবে রাজ্য, ভোটের মুখে ঘোষণা নবান্নের

সরকারি কর্মীদের জন্য সুখবর।

WB declarers Holyday on Ram Navami

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:March 9, 2024 9:22 pm
  • Updated:March 9, 2024 9:30 pm  

নব্যেন্দু হাজরা: সরকারি কর্মীদের জন্য সুখবর। আরও লম্বা হল রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা। এবার থেকে রামনবমীতেও ছুটি দেবে নবান্ন। শনিবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়।

চলতি বছরে ১৭ এপ্রিল পড়েছে রামনবমী। বুধবার। সেদিন জরুরি পরিষেবা ছাড়া সমস্ত সরকারি অফিস ছুটি থাকবে। সপ্তাহের শুরু ১৫ এপ্রিল পয়লা বৈশাখ। সেদিনও ছুটি পান রাজ্য সরকারি কর্মচারীরা। এর মাত্র একদিন পর রামনবমী। সেদিনও ছুটি পাবেন রাজ্য় সরকারি কর্মীরা। তবে লোকসভা ভোটের আগে এই ছুটি ঘোষণার নেপথ্যে অন্য কারণ দেখছে রাজনৈতিক মহল।

Advertisement

[আরও পড়ুন: ‘আমার শরীর নিয়ে খেলা করেছে!’, আদিল ফের বিয়ে করতেই গর্জে উঠলেন রাখি]

গত কয়েক বছর ধরে রাজ্যে রামনবমীর রমরমা। বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি সাড়ম্বরে রামনবমী পালন করে কলকাতা ও জেলায়-জেলায়। রীতিমতো অস্ত্র মিছিল বের করে তারা। এই রামনবমীকে কেন্দ্র করে হিন্দুত্বের তাস খেলার চেষ্টা ছিল গেরুয়া শিবির। কিন্তু তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টারস্ট্রোক খেললেন বলে মনে করছে রাজনৈতিক মহল। 

[আরও পড়ুন: চিনের চিন্তা বাড়িয়ে সেলা টানেল উদ্বোধন মোদির, অরুণাচলে ‘মাস্টারস্ট্রোক’ ভারতের]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement