Advertisement
Advertisement

Breaking News

জোটসঙ্গী সিপিএমের পথেই কংগ্রেস, পঞ্চায়েতে পরাজিত প্রার্থীদের সংবর্ধনা দেবেন অধীর

তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়েও মুখ খুললেন অধীর।

WB Congress may felicitate party Candidates from Panchayat Elections | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 20, 2023 11:57 am
  • Updated:August 20, 2023 12:21 pm  

স্টাফ রিপোর্টার: সিপিএমের পথে হেঁটে পঞ্চায়েতে পরাজিত প্রার্থীদের সংবর্ধনা দেবে কংগ্রেসও। শনিবারই এ নিয়ে প্রদেশ নেতাদের সঙ্গে প্রাথমিক আলোচনায় সেই ইচ্ছার কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

অন‌্যদিকে, পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যাওয়ায় কলকাতার শহিদ মিনারে কংগ্রেসের জনসভা বাতিল করতে হয়। এই সুযোগে স্থগিত রাখা সেই জনসভাও করে নিতে চাইছে নেতৃত্ব। সেক্ষেত্রে দলের পরাজিত প্রার্থীদের এক জায়গায় করে সেই সভা থেকেও সংবর্ধনা দেওয়া হতে পারে। প্রাথমিকভাবে অন্তত তেমনটাই ঠিক হয়েছে বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: যাত্রীবোঝাই বাস জ্বলে উঠল দাউদাউ করে, পাকিস্তানে দুর্ঘটনায় মৃত অন্তত ১৬]

ঘরোয়া বৈঠকে এদিন অধীর পঞ্চায়েত ভোট (Panchayat Elections) সম্পর্কে বলতে গিয়ে অভিযোগের সুরে জানিয়েছেন, তিনি এই ভোটকে ভোট বলে মানেন না। এই ভোটে গুন্ডামি হয়েছে। দলের প্রার্থীদের যথেষ্ট যোগ‌্যতা থাকা সত্ত্বেও তারা পরাজিত হয়েছে তৃণমূলের দাপটে। এমনকী, অনেক জায়গায় মনোনয়ন দেওয়া যায়নি। তাই দলের পরাজিত প্রার্থীদের আদৌ পরাজিত বলে মানেন না অধীর। মূলত দলের কর্মীদের মনের জোর ফেরাতেই দলের বৈঠকে এই বক্তব‌্য রেখেছেন বলে খবর।

[আরও পড়ুন: ‘ক্যাম্পাসে মদ্যপান করা আমার অধিকার’, যাদবপুরের ছাত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়]

এদিকে শনিবার রাজ্যে তৃণমূলের (TMC) সঙ্গে জোটের সম্ভাবনা নিয়েও মুখ খোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, জাতীয় রাজনীতির কথা ভেবে বঙ্গ কংগ্রেস কি অবস্থান বদলাবে? জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি বলছেন,”আমরা আমাদের মতো লড়াই করছি। অবস্থান বদল হলে, তখন সকলেই দেখতে পাবেন।” আসন ভাগাভাগির প্রশ্নেও প্রদেশ সভাপতির মন্তব্য, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল চালান। নিজের দলের জন্য ৪২টি আসন চাইতে পারেন, ৪২০টিও চাইতে পারেন! কংগ্রেস বিভিন্ন রাজ্যে আসন ছাড়াই রাজনীতি করবে, এমন কিছু ঠিক হয়েছে বলে আমার জানা নেই।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement