Advertisement
Advertisement
WB CM Mamata Banerjee write a letter to railway minister

আজিমগঞ্জ-কাটোয়া শাখায় ট্রেনের ভাড়া কমানোর দাবি, রেলমন্ত্রীকে চিঠি মমতার

‘ইজ্জত’ প্রকল্পের কথাও চিঠিতে তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী।

WB CM Mamata Banerjee write a letter to railway minister

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:May 18, 2023 9:30 pm
  • Updated:May 18, 2023 9:30 pm  

গৌতম ব্রহ্ম: আজিমগঞ্জ-কাটোয়া শাখায় ট্রেনের ভাড়া কমানোর দাবিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। করোনাকালে ওই শাখায় রেল ভাড়া ১০ টাকা থেকে বেড়ে একলাফে ৩০ টাকা হয়ে যায়। বর্ধিত ভাড়া কমানোর দাবিতেই রেলমন্ত্রীকে চিঠি মমতার। ‘ইজ্জত’ প্রকল্পের কথাও চিঠিতে তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী।

মমতা লিখেছেন, ‘‘মুর্শিদাবাদ জেলা এবং সংলগ্ন এলাকায় গরিব মানুষের বাস। বেশি ভাড়ার টিকিট কাটা সম্ভব নয়। তাঁদের মধ্যে অধিকাংশই দিনমজুর। বিপিএল আওতাভুক্ত। রোজকর্মক্ষেত্রে যেতে হয় ট্রেনে করে। তাই তাঁরা সমস্যায় পড়ছেন।’’ চিঠিতে ‘ইজ্জত’ প্রকল্পের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীন ২০০৯-১০ সালে রেল বাজেটে ৬৩ নম্বর অনুচ্ছেদ উদ্ধৃত করেছেন মমতা।

Advertisement

[আরও পড়ুন: ৩৯ নাবিককে নিয়ে চিনের জাহাজডুবি, উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ল ভারতীয় নৌসেনা]

সেই সময় ২৫ টাকায় মান্থলি টিকিটের কথা জানিয়েছিলেন। ১০০ কিমি পর্যন্ত ট্রেন সফরে ২৫ টাকায় মান্থলি টিকিট কাটা যেত। ওই প্রকল্পের নাম রাখা হয়েছিল ‘ইজ্জত’। চিঠিতে পুরনো সেই কথা তুলে ধরেছেন মমতা।বৃহস্পতিবারই রাজ্যে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়। এদিনই আজিমগঞ্জ-কাটোয়া শাখায় রেল ভাড়া কমানোর আরজি জানালেন মমতা।

[আরও পড়ুন: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে সফরের আমন্ত্রণে বৈষম্য! ডাক পেল BJP, ‘ব্রাত্য’ বিরোধীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement