Advertisement
Advertisement
Mamata Banerjee

কুকুরছানা কোলে নিয়ে ট্রেডমিলে হাঁটছেন মমতা, ফিটনেসের সিক্রেট ফাঁস? দেখুন ভিডিও

শরীর-স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন মুখ্যমন্ত্রী।

WB CM Mamata Banerjee working out in treadmill on Sunday | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 7, 2023 4:52 pm
  • Updated:May 7, 2023 5:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমতল হোক বা পাহাড় কিংবা জঙ্গল। তিনি যখন হাঁটেন, বাকি যেন পেরে ওঠেন না। এই বয়সেও তিনি যে গতিতে পদযাত্রা করেন, তাতে তাঁর ফিটনেস দেখে অবাক হতে হয়। ঠিক ধরেছেন। কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার নিজেই নিজের এই ফিটনেসের সিক্রেটটি যেন ফাঁস করে দিলেন তিনি।

শরীর-স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। নিজেও বারবার সে কথা জানিয়েছেন তিনি। নিয়মিত যে শরীরচর্চা করেন, তাও গোপন করেননি। তবে ফিটনেসের জন্য ঠিক কী কী করেন, এবার তা-ই সামনে এল। মুখ্যমন্ত্রী নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করলেন একটি ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে, ট্রেডমিলে হাঁটছেন তিনি। দু’হাতে ধরে রেখেন একটি বিদেশি কুকুরছানাকে। তার দিকে তাকিয়েই ট্রেডমিলে হেঁটে চলেছেন মমতা। কুকুরছানাটিও একদৃশ্যে তাকিয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর দিকে।  

Advertisement

[আরও পড়ুন: মাইগ্রেনের অসহ্য যন্ত্রণা, মুক্তি পেতে করাত চালিয়ে চরম সিদ্ধান্ত হাওড়ার যুবকের!]

সাধারণত শাড়ি পরে কাউকে ট্রেডমিলে হাঁটতে দেখা যায় না। এ ক্ষেত্রেও ব্যতিক্রমী মমতা। চেনা পোশাকেই শরীরচর্চা করছেন তিনি। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘কোনও কোনও দিন আপনার বাড়তি মোটিভেশনের প্রয়োজন হয়।’’ মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। হাজারো কাজ এবং দায়িত্বের মাঝেও ছুটির দিনে মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য থাকার জন্য সময় বের করে নিয়েছেন, তা মুগ্ধ করেছে নেটিজেনদের। তবে শরীরচর্চা করতে করতে নানা কাজও সেরে ফেলেন তিনি। ২০২১ সালে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, সে বছরের বাজেট তিনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই বানিয়েছিলেন।

শরীর ফিট রাখতে যেমন ট্রেডমিলে হাঁটেন মুখ্যমন্ত্রী, তেমন সুস্থ থাকতে খাওয়াদাওয়ার দিকেও বিশেষ নজর দেন তিনি। সেই কারণেই দীর্ঘ পদযাত্রাতেও বিন্দুমাত্র বিচলিত হন না তিনি। আর এবার ফিটনেস নিয়ে অন্দরের কথা সামনে এল। পোষ্যকে সঙ্গে নিয়ে ট্রেডমিলে বেশ খোশমেজাজেই ধরা দিলেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: DA আন্দোলনে বিজেপির সঙ্গে মঞ্চ ভাগ কংগ্রেসের, শৃঙ্খলারক্ষা কমিটির রোষে মান্নান-অসিত-কৌস্তভ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement