Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

Mamata Banerjee: মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে দু’দিনের সফরে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী, করবেন প্রশাসনিক বৈঠক

নতুন বছরে গঙ্গাসাগর মেলা।

WB CM Mamata Banerjee to visit Gangasagar for 2 days | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 22, 2021 4:02 pm
  • Updated:December 22, 2021 5:02 pm  

মলয় কুণ্ডু: নতুন বছরে গঙ্গাসাগরের মেলা। মেলা চত্বরের নিরাপত্তা, কোভিড নিয়ম নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। খোদ মুখ্যমন্ত্রী বিষয়টির দিকে নজর রাখেন। এবারও তার অন্যথা হচ্ছে না। বরং এবার সশরীরে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)।

Gangasagar

Advertisement

 

রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবরই বলে এসেছেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” তাই কোনও উৎসবের প্রস্তুতিতেই খামতি রাখে না রাজ্য প্রশাসন। দুর্গাপুজো হোক বা ইদ, বড়দিন হোক বা গঙ্গাসাগরের মেলা, প্রতিটি উৎসব শান্তিতে সম্পন্ন করতে কোমর বেঁধে নামে প্রশাসন। আনন্দ উৎসবে অংশ নেন মুখ্যমন্ত্রীও।

[আরও পড়ুন: প্রেমের টানে রাজমিস্ত্রিদের হাত ধরে মুম্বই পাড়ি, আসানসোলে খোঁজ মিলল হাওড়ার ২ গৃহবধূর]

Devotees and hermits take holy dip at Gangasagar
গঙ্গাসাগর মেলা।

আর গঙ্গাসাগর তো রাজ্যের অন্যতম বড় মেলা। শুধু ভিন রাজ্য নয়, ভিন দেশ থেকেও অতিথিরা আসেন গঙ্গাসাগরের মেলায়। সাধু-সন্ত থেকে আমজনতা, পুন্যের খোঁজে মকর সংক্রান্তিতে সকলে ডুব দেন কনকনে হিমশীতল জলে। সেই মেলায় বড়সড় দুর্ঘটনা বা বিপত্তি এড়াতে আগেভাগে প্রস্তুতি নিতে শুরু করেন প্রশাসনিক কর্তারা। সতর্ক থাকেন স্থানীয় জনপ্রতিনিধিরা-ও। আর সকলের উপর কড়া নজর থাকে খোদ মুখ্যমন্ত্রীর।

Gangasagar

এবার মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর (Gangasagar) যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, চলতি বছরের ২৯ ডিসেম্বর গঙ্গাসাগর যাবেন মুখ্যমন্ত্রী। থাকবেন দু’দিন। খতিয়ে দেখবেন মেলার প্রস্তুতি। নিরাপত্তা থেকে অতিথিদের অ্যাপায়ন, সকল বিষয় নিয়ে খোঁজ নেবেন তিনি। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি সারবেন প্রশাসনিক বৈঠকও। ২৯ এবং ৩০ ডিসেম্বর গঙ্গাসাগর চত্বরে থাকবেন মমতা।

[আরও পড়ুন: রাতের অন্ধকারে ফেনসিডিল পাচারের চেষ্টা, BSF-এর গুলিতে মালদহে বাংলাদেশী পাচারকারীর মৃত্যু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement