Advertisement
Advertisement

Breaking News

Manipur clash

‘উত্তর-পূর্ব জ্বলছে’, মণিপুর হিংসায় ‘কেন্দ্রের নীরবতা’কে তোপ মমতার

মণিপুরের বদলে শাহের বঙ্গসফর নিয়ে প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রীর।

WB CM Mamata Banerjee slams Modi Govt on Manipur clash | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 8, 2023 4:02 pm
  • Updated:May 8, 2023 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরের (Manipur) পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর-পূর্ব রাজ্যের এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘চুপ থাকা’ নিয়েও প্রশ্ন তুললেন তিনি। অশান্তি, প্রাণহানির মধ্যে মণিপুর সফরে না গিয়ে অমিত শাহের বঙ্গসফর নিয়েও অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, “উত্তর-পূর্ব ভারত জ্বলছে। আমরা উদ্বিগ্ন। রাজনীতি আগে না কি মানুষের জীবন?”

মণিপুরে হিংসায় ৫৪ জেনর মৃত্য়ুর খবর মিলেছে। হিংসার পাশাপাশি সরকারের দেখামাত্র গুলির করার নির্দেশের জেরেও মৃত্য়ু হয়েছে অনেকের। কিন্তু মণিপুরে মৃতের প্রকৃত সংখ্যা কত, তা গোপন করছে কেন্দ্র। এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে তাঁর দাবি, বাংলায় কিছু না হলেও ১৫১টা কেন্দ্রীয় দল পাঠায়। মণিপুরে কেন কোনও কেন্দ্রীয় দল গেল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: খলিস্তানের তুলনা টেনে বিতর্কে অজিত মাইতি, ক্ষমা চাওয়ার দাবিতে জোরদার আন্দোলনে কুড়মিরা]

পাশাপাশি, বাংলা কীভাবে মণিপুরে আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের ফেরানো হচ্ছে তাও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এখনও অশান্তি মণিপুরে ৬৮ পড়ুয়া আটকে রয়েছে। তারা বিমানবন্দর থেকে বেশ কিছুটা দূরে রয়েছে বলেও জানিয়েছেন মমতা। তাঁদের ফেরাতে মণিপুরে সেফ প্যাসেজের আবেদনও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। শুধু বাংলা নয়, অন্যান্য় রাজ্য়ের বাসিন্দাদেরও উদ্ধার করছে বাংলা। তাঁদের রাজ্যে আশ্রয়ও দেওয়া হচ্ছে। 

নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গসফর নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। তাঁর কথায়, “মণিপুর জ্বলছে। কিন্তু তা নিয়ে কেউ কোনও কথা বলছেন না। নির্বাচন তো আসবে যাবে, কিন্তু মানুষের জীবন আগে। ভোট নিয়ে বিজেপি যতটা ব্যস্ত মণিপুর নিয়ে ততটা ব্যস্ততা নেই। একটা দিন সময় বের করে মণিপুর যেতেই পারতেন। বাংলায় তো পরেও আসা যেত।” সবমিলিয়ে এদিন উত্তর পূর্বের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি কেন্দ্রকেও তুলোধোনা করলেন মমতা। 

[আরও পড়ুন: ‘আদৌ ম্যাচ জিতেছি কিনা, সেটাই তো বুঝতে পারছি না’, নো বলে ম্যাচ হেরে ক্ষিপ্ত সঞ্জু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement