সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআইকে কাজে লাগিয়ে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার প্রকৃত তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। বুধবার ট্রেন দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারের হাতে চেক বিলির পর বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বহু পুরসভায় সিবিআই হানা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন। “এবার কি সিবিআই বাথরুমে ঢুকবে?”, খোঁচা রাজ্যের মু্খ্যমন্ত্রীর।
সিবিআই তদন্তের নামে ট্রেন দুর্ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করে মমতা বলেন, “ট্রেন দুর্ঘটনার সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। যাঁরা পরিবারের সদস্যদের হারিয়েছেন তাঁরা এঁদের কাছে কৈফিয়ত চান। সত্য সামনে আসুক। কেন দুর্ঘটনা হল? কেন এতজন মারা গেলেন? স বিংশ শতাব্দীর বড়চেয়ে বড় দুর্ঘটনা। সিবিআই কী করবে? ক্রিমিনাল কেস হলে সিবিআই করবে। পুলওয়ামা দেখেননি? তৎকালীন রাজ্যপাল তো বলেই দিয়েছেন।”
বুধবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু পুরসভায় হানা দিয়েছে সিবিআই। সে প্রসঙ্গেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, “দুর্ঘটনার তদন্ত হল না। সকাল থেকে সিবিআইকে পাঠিয়ে দিয়েছে দিল্লি। রাজ্যের ১৪-১৬টি পুরসভায় ঢুকিয়ে দিয়েছে। নগরোয়ন্নেও ঢুকিয়ে দিয়েছে। এবার কি বাথরুমেও ঢুকবে সিবিআই। ওয়াশরুমে ঢুকবে? ওইটুকুই বাকি আছে। এসব করে সত্য ধামাচাপা দেওয়া যায় না। প্রত্যেকটা আত্মার আত্মীয় কাঁদছে। আপনজন কোনওদিনও ফিরে আসবেন না। কিন্তু সঠিক ব্যবস্থা হোক। তদন্ত হোক। মিথ্যে বলে আগুনকে চাপা দেওয়া যায় না।” যারা এই দুর্ঘটনায় দায়ী তাঁদের কঠোর শাস্তির দাবিও জানান মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.