Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

Abhishek Banerjee: ‘কিছু ছিল না, তাই দিতে পারিনি’, অভিমানী অভিষেককে সস্নেহ জবাব মমতার

পরিবারের বউদের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী।

WB CM Mamata Banerjee shares emotional story about Abhishek Banerjee childhood | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:January 2, 2023 3:43 pm
  • Updated:January 2, 2023 3:43 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্য়োপাধ্যায়: তাবড়-তাবড় রাজনৈতিক ‘শত্রুদের’ বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। তাঁর রাজনৈতিক লড়াইকে কুর্নিশ করেন বিরোধীরাও। সেই রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) মধ্যে লুকিয়ে রয়েছে আদ্যোপ্রান্ত পরিবারকেন্দ্রিক এক নারী। তাঁর বিভিন্ন কথাতে বিভিন্ন সময় সেই কথা উঠে এসেছে। সোমবারও তার অন্যথা হল না। তাঁর পরিবারের সহজ-সরল জীবনযাত্রা সম্পর্কে বলতে গিয়ে তুলে ধরলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত আলাপচারিতার কথা।

জেলা সফরে যান অথবা বিদেশ বিভুঁই, আর পাঁচটা বাঙালি পরিবারের অভিভাবকদের মতোই বাড়ির অন্য সদস্যদের জন্য় কেনাকাটি করতে দেখা যায় বাংলার মুখ্য়মন্ত্রীকে। বিশেষ করে বাড়ির খুদে সদস্যদের জন্য উপহার আনা চাই-ই। এনিয়ে কিছুটা ‘অভিমানী’ অভিষেক (Abhishek Banerjee) একবার ‘দিদি’ মমতাকে একবার বলেছিলেন, “আমার বাচ্চাদের কত খেলনা দাও। আমাকে তো দাওনি?” সস্নেহে মমতা জবাব দিয়েছিলেন, “কিছু ছিল না, তাই দিতে পারিনি।” কথোপকথনে অভিষেকের প্রতি মমতার স্নেহ স্পষ্ট।

Advertisement

[আরও পড়ুন: কীভাবে কাজ করবে ‘দিদির সুরক্ষা কবচ’? হাতেকলমে শিখিয়ে দিলেন ‘স্যর’ অভিষেক]

শুধু অভিষেক নয়, এদিন মমতার কথায় উঠে এসেছে পরিবারের অন্য সদস্যদের কথাও। তৃণমূল নেত্রী এদিন গল্পের ছলে বলেন, “লোকে বলে বাড়ির বউরা এটা চায়, ওটা চায়, আমি আমার বাড়ির বউদের প্রশংসা করব। ওদের একটা ক্লিপ কিনে দিলে, পাহাড় থেকে একটা চাদর এনে দিলে খুশি। পুজোর সময় একটা শাড়ি দিলে মুখটা জ্বলজ্বল করে।” তিনি আরও বলেন, পরিবার এখন ছোট হয়েছে। সবাই নিজেরা নিজেদের মতো থাকে। সকলে নিজেদের জায়গায় সফল। অনুষ্ঠানের দিন দেখা হয় সকলের সঙ্গে। আনন্দে থাকি।”

উল্লেখ্য, এর আগেও যখন পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই সময়ও বাড়ির সদস্যদের স্বল্প চাহিদার কথা উল্লেখ করেছিলেন। এদিন ফের একবার সেই কথা উঠে এল তাঁর কথায়।

[আরও পড়ুন: ‘রামনামে ভয় কেন? তৃণমূল কী ভূত?’, ‘জয় শ্রীরাম’ স্লোগান বিতর্কে কটাক্ষ দিলীপের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement