সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা কাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। কাশ্মীরের তৎকালীন রাজ্য়পাল সত্যপাল মালিকের বিস্ফোরক দাবির ভিত্তিতে পুলওয়ামা জঙ্গি হামলার দায় নিয়ে নতুন করে প্রশ্ন তুললেন তিনি। মমতার কথায়, “বাংলায় কিছু হলেই কেন্দ্রীয় টিম পাঠায়। পুলওয়ামায় ক’টা কেন্দ্রীয় দল পাঠিয়েছে?”
দিন কয়েক আগে কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্য়পাল মালিক দাবি করেছিলেন, পুলওয়ামার ৪০ জওয়ানের মৃত্যুর নেপথ্যে আসলে দায়ী কেন্দ্র সরকারই। সেনা জওয়ানদের নিরাপত্তায় কেন্দ্র একাধিক ভুলচুক করেছিল। জওয়ানদের আকাশপথে নিয়ে যাওয়ার আরজি জানিয়েছিল সিআরপিএফ। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক সেই অনুমতি দেয়নি। শুধু তাই নয়, যে রাস্তায় জওয়ানরা যাচ্ছিলেন, সেই রাস্তার নিরাপত্তাও সঠিকভাবে খতিয়ে দেখা হয়নি। এই তথ্যকে হাতিয়ার করেই এবার সরব হলেন তৃণমূল সুপ্রিমো।
মমতার কথায়, “জাতীয় নিরাপত্তার ইস্যু বলে আগে কিছু বলিনি। কিন্তু সত্যটা একদিন সামনে আসবেই। আজকের পরিস্থিতি দেখুন। ২-৩ দিন আগে কাশ্মীরের প্রাক্তন রাজ্য়পাল যে কথা প্রকাশ্যে বলেছেন, তা থেকে তো প্রমাণিত নিরাপত্তায় গলদ ছিল। আমরা তখনও বলেছিলাম, এটায় ইন্টিলিজেন্স ফেলিওর হয়েছে। এখন তো সতপাল মালিকও বলছেন। কী ইনভেস্টিগেশন হয়েছে আমরা জানি না। তাই এবার তদন্ত দাবি করছি।” কী ধরনের তদন্ত করা হবে তা নিয়ে প্রথমে কিছু বলতে চাননি মমতা। পরে অবশ্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, “আমাদের সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে। সর্বোচ্চ স্তরে গাফিলতি হয়েছে। সুতরাং বিচারবিভাগীয় তদন্ত করাই শ্রেয়।” তৃণমূল দলনেত্রীর অভিযোগ, “দেশজুড়ে ভুয়ো জাতীয়তাবাদ তৈরি করা হচ্ছে। বাংলায় কিছু হলেই কেন্দ্রীয় দল পাঠানো হয়। কিন্তু পুলওয়ামায় ক’টা কেন্দ্রীয় দল গিয়েছিল?”
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা। প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সেনা জওয়ান। পরে ওই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (JeM)। ৪ বছর পরেও টাটকা পুলওয়ামা হামলার দগদগে স্মৃতি। লোকসভা ভোটের এক বছর আগে ফের সেই পুলওয়ামা কাণ্ড নিয়েই পারদ চড়ল রাজনীতির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.