Advertisement
Advertisement
Mamata Banerjee

কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ড, কী বললেন মুখ্যমন্ত্রী?

অগ্নিকাণ্ডে ঘরছাড়া বহু বসতিবাসী।

WB CM Mamata Banerjee opens up over Kolkata's fire
Published by: Sayani Sen
  • Posted:December 26, 2024 8:54 pm
  • Updated:December 26, 2024 8:54 pm  

গৌতম ব্রহ্ম: কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ড। ঘরছাড়া বহু বসতিবাসী। অগ্নিকাণ্ড নিয়ে নবান্নের সাংবাদিক বৈঠকে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি নিউ আলিপুরের অগ্নিকাণ্ডে দূর্গাপুর ব্রিজের ক্ষয়ক্ষতি নিয়েও উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “শীতে আগুন পোহাতে গিয়ে অনেক জায়গায় আগুন লেগে যাচ্ছে। ইচ্ছাকৃত আমি বলব না। কিন্তু যারা বিভিন্ন বসতিতে থাকেন, বিভিন্ন এলাকায় থাকেন। বসতিগুলোর নাম দিয়েছি উত্তরণ। দুর্গাপুর ব্রিজের ওখানে রেলের জমিতে বসতি ছিল। রেলকেও বলব আপনারা এই বিষয়টি একটু দেখবেন। জানেন কত ক্ষতি হয়েছে? ঘরবাড়ি পুড়েছে। তা না হয় সরকার দেখবে। টাকা লাগবে।”

Advertisement

তিনি আরও বলেন, “দূর্গাপুর ব্রিজের ওখানে বস্তিতে আগুন লাগায় তাপে ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যাঁরা যাতায়াত করতেন তাঁদের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে হয়েছে। এর আগে আপনারা দেখেছেন মাঝেরহাট ব্রিজ নিয়ে কি হয়েছিল। ব্রিজেরও স্বাস্থ্য আছে। পরীক্ষা করে বলা হচ্ছে ক্ষতি হয়েছে। মানুষের ক্ষতির পাশাপাশি ব্রিজের ক্ষতিতেও সমস্যা হয়।” এমতাবস্থায় মমতার পরামর্শ, “ফাঁকা জায়গা আগুন পোহান। কিংবা আগুন পোহানোর পর তা নিভিয়ে ফেলুন।” উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর, তপসিয়া, নিউ আলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহ প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিমও। এবার অগ্নিকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement