Advertisement
Advertisement
WB CM Mamata Banerjee inaugurates Kolkata's puja pandals

Durga Puja 2021: তৃতীয়ায় একাধিক পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, সঙ্গে সদ্য দলবদল করা সব্যসাচী দত্ত

সদ্যই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন সব্যসাচী দত্ত।

WB CM Mamata Banerjee inaugurates Kolkata's puja pandals । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 8, 2021 8:28 pm
  • Updated:October 8, 2021 8:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই দল বদলেছেন তিনি। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিয়েছেন সব্যসাচী দত্ত। দলবদলের পর এই প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গেল সব্যসাচী দত্তকে। হিন্দুস্তান পার্কের পুজো (Durga Puja 2021) উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেল তাঁকে।

শুক্রবার সকালেই সোশ্যাল মিডিয়ায় তৃতীয়ার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর থেকে পুজো উদ্বোধনে বেরোন তিনি। এদিন প্রথমে একডালিয়া এভারগ্রিনের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার। সকলকে কোভিডবিধি মেনে পুজো কাটানোর কথা বলেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

Ekdalia-Evergreen

এরপর এদিন ফাল্গুনী সংঘের পুজোও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 

Falguni-Sangha

[আরও পড়ুন: WB Bypolls: উপনির্বাচনে প্রচার করবেন দেব-মিমি-রাজ, প্রকাশিত তৃণমূলের তারকা প্রচারকের তালিকা]

ফাল্গুনী সংঘের পর সিংহী পার্কে যান মুখ্যমন্ত্রী। প্রদীপ জ্বালিয়ে পুজো উদ্বোধন করেন তিনি। এখানে প্রতিমা ডাকের সাজে সজ্জিত। Singhi Park

“উৎসব কখনও থেমে থাকে না”, বালিগঞ্জ কালচারালের পুজো উদ্বোধনের পর মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Ballygunge-Cultural

এদিন সমাজসেবী সংঘেরও পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Samajsebi-Sangha

ঝটিকা সফরের ফাঁকে হিন্দুস্তান পার্কের পুজো উদ্বোধনও সেরে ফেলেন মুখ্যমন্ত্রী। 

Hindusthan Park

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংঘশ্রী, বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লি, ত্রিধারা সম্মিলনী, মুদিয়ালী, শিবমন্দিরের পুজো উদ্বোধন করেন।

[আরও পড়ুন: প্রদীপ জ্বালিয়ে আরতি, দেবীর মুখ আঁকা, প্রতিপদে একাধিক বড় পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement