Advertisement
Advertisement

Breaking News

Coromandel Express Accident

Coromandel Express Accident: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় উদ্বিগ্ন মোদি-মমতা, নবান্নে চালু হেল্পলাইন নম্বর

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বহু।

WB CM Mamata Banerjee grief over Shalimar-Coromandel express accident । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 2, 2023 9:11 pm
  • Updated:June 2, 2023 9:45 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ঘটনাস্থলে যাচ্ছে রাজ্যের প্রতিনিধিদল। নবান্নে চালু বিশেষ হেল্পলাইন নম্বর।

দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই টুইটে দুঃখপ্রকাশ করেন মোদি। রেলমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা বলেন তিনি। 

Advertisement

টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বালাসোরের কাছে একটি মালগাড়ি এবং শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। আমরা ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নম্বরটি হল: ০৩৩-২২১৪৩৫২৬/২২৫৩৫১৮৫। রাজ্য থেকে ৫-৬ জনের একটি প্রতিনিধিদল দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিচ্ছে। মুখ্যসচিব, অন্যান্য শীর্ষস্তরীয় আধিকারিকদের মতো আমিও পরিস্থিতির দিকে নজর রেখেছি।”

[আরও পড়ুন: বড়সড় দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস, মালগাড়িতে ধাক্কা দিয়ে লাইনচ্যুত বেশ কয়েকটি বগি]

মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ামাত্র জরুরি বৈঠকও করেন মুখ্যসচিব। তিনি জানান, মানস ভুঁইয়া, দোলা সেন-সহ পাঁচ-ছ’জন প্রতিনিধি ঘটনাস্থলে যাচ্ছেন। রেলের তরফেও বেশ কয়েকটি হেল্পলাইন চালু করা হয়েছে। শালিমারের হেল্পলাইন নম্বরটি হল ৯৯০৩৩৭০৭৪৬। হাওড়া: (০৩৩)২৬৩৮২২১৭। খড়গপুর: ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯। বালেশ্বর: ৮২৪৯৫৯১৫৫৯, ৭৯৭৮৪১৮৩২২। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল ও মেডিক্যাল টিম। গ্যাস কাটার দিয়ে দরজা, জানলা কেটে শুরু হয়েছে উদ্ধারকাজ। রেল সূত্রে খবর, এই দুর্ঘটনায় জখম হয়েছেন ১৩২ জন। তাঁরা প্রত্যেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যেকের শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। এদিকে, এই দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

[আরও পড়ুন: নেই নিজস্ব আবাস, প্রায় ৫ কোটি টাকার ভাড়াবাড়িতে থাকেন আমাজনের মালিক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement