নন্দিতা রায়, নয়াদিল্লি: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ঘটনাস্থলে যাচ্ছে রাজ্যের প্রতিনিধিদল। নবান্নে চালু বিশেষ হেল্পলাইন নম্বর।
দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই টুইটে দুঃখপ্রকাশ করেন মোদি। রেলমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা বলেন তিনি।
Distressed by the train accident in Odisha. In this hour of grief, my thoughts are with the bereaved families. May the injured recover soon. Spoke to Railway Minister @AshwiniVaishnaw and took stock of the situation. Rescue ops are underway at the site of the mishap and all…
— Narendra Modi (@narendramodi) June 2, 2023
টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বালাসোরের কাছে একটি মালগাড়ি এবং শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। আমরা ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নম্বরটি হল: ০৩৩-২২১৪৩৫২৬/২২৫৩৫১৮৫। রাজ্য থেকে ৫-৬ জনের একটি প্রতিনিধিদল দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিচ্ছে। মুখ্যসচিব, অন্যান্য শীর্ষস্তরীয় আধিকারিকদের মতো আমিও পরিস্থিতির দিকে নজর রেখেছি।”
Shocked to know that the Shalimar- Coromondel express, carrying passengers from West Bengal, collided with a goods train near Balasore today evening and some of our outbound people have been seriously affected/ injured. We are coordinating with Odisha government and South…
— Mamata Banerjee (@MamataOfficial) June 2, 2023
মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ামাত্র জরুরি বৈঠকও করেন মুখ্যসচিব। তিনি জানান, মানস ভুঁইয়া, দোলা সেন-সহ পাঁচ-ছ’জন প্রতিনিধি ঘটনাস্থলে যাচ্ছেন। রেলের তরফেও বেশ কয়েকটি হেল্পলাইন চালু করা হয়েছে। শালিমারের হেল্পলাইন নম্বরটি হল ৯৯০৩৩৭০৭৪৬। হাওড়া: (০৩৩)২৬৩৮২২১৭। খড়গপুর: ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯। বালেশ্বর: ৮২৪৯৫৯১৫৫৯, ৭৯৭৮৪১৮৩২২। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল ও মেডিক্যাল টিম। গ্যাস কাটার দিয়ে দরজা, জানলা কেটে শুরু হয়েছে উদ্ধারকাজ। রেল সূত্রে খবর, এই দুর্ঘটনায় জখম হয়েছেন ১৩২ জন। তাঁরা প্রত্যেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যেকের শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। এদিকে, এই দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.