Advertisement
Advertisement
মুখ্যমন্ত্রী

অজানা নম্বর থেকে মুখ্যমন্ত্রীকে ২২ বার ফোন! পুলিশ কমিশনারকে খতিয়ে দেখার নির্দেশ

'আপনি এত পপুলার তাই ফোন আসছে', মন্তব্য মুখ্যসচিবের।

WB CM Mamata Banerjee gets 22 unknown phone call
Published by: Sayani Sen
  • Posted:June 4, 2020 11:27 am
  • Updated:June 4, 2020 11:28 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার বেজে উঠছে ফোন। একবার, দু’বার নয়। অন্তত ২২ বার ফোন এসেছে। কাজের সময়ে অচেনা নম্বর থেকে বারবার ফোন আসায় বিরক্ত মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশ কমিশনারকে বিষয়টি খতিয়ে দেখার কথাও বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বুধবার নবান্নের সভাঘরে বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় ফোন বেজে ওঠে তাঁর। আচমকা বৈঠকের মাঝে ফোন বেজে ওঠায় বেশ বিরক্ত হন তিনি। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। মুখ্যমন্ত্রী বলেন, “কে বারবার ফোন করছে। অন্তত ২২ বার ফোন এসেছে অজানা নম্বর থেকে। সারাক্ষণ আমার লাইনটা ব্যস্ত রেখেছে। অনুজ একটু দেখো তো।” বারবার ফোন আসা নিয়ে মুখ্যমন্ত্রী বিরক্ত ঠিকই। তবে মুখ্যসচিব রাজীব সিনহা বিষয়টি বেশ হালকাভাবেই নিয়েছেন। তিনি হাসি হাসি মুখে হালকা মেজাজে বলেন, “আপনি এত পপুলার তো তাই ফোন আসছে।”

Advertisement

[আরও পড়ুন: চলতি সপ্তাহেই খুলছে কালীঘাট মন্দির! সরকারি নির্দেশিকা মেনে বসছে স্যানিটাইজিং চ্যানেল]

যেকোনও রাজনীতিকের কারণে, অকারণে ফোন বেজে ওঠা নতুন কিছুই নয়। যতই বিরক্ত হোন না কেন নেতামন্ত্রীদের ফোন করতে ছাড়েন না অনেকেই। তবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব অনেক। তাই যখন তখন ফোন বেজে উঠলে, তা সত্যিই সমস্যার। দলীয় সূত্রে খবর, দল এবং সরকারের অত্যন্ত আস্থাভাজন ছাড়া কাউকেই ফোন নম্বর দেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মুখ্যমন্ত্রীর কাজের ভিড়ের মাঝে সব সময় ফোন ধরা সত্যিই অসম্ভব। তাতে কাজের সমস্যা হতে পারে। তাই এই সিদ্ধান্ত। যদিও দলের নেতামন্ত্রীদের সবসময় সকলের ফোন ধরার নির্দেশ তাঁর। নইলে কারও কোনও সমস্যা হলে জানা সম্ভব হবে না। উল্লেখ্য, নেতামন্ত্রীদের ফোনে পাওয়া যায় না বলে এর আগে দলের অন্দরেই তৈরি হয়েছিল অসন্তোষ। তাই এহেন সিদ্ধান্তের কথা সকলকে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে প্রাক্তন রাষ্ট্রপতি এসব দিক থেকে ছিলেন একেবারেই ব্যতিক্রমী। তাঁর ফোন নম্বর গোপন থাকত না।

[আরও পড়ুন: বাসের অভাবে অফিসে ঢুকতে দেরি? সরকারি কর্মীদের স্বস্তি দিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement