Advertisement
Advertisement
Mamata Banerjee

বড়দিনে বাড়ি সাজিয়ে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট, কী লিখলেন মমতা?

এর আগে বড়দিন নিয়ে গানও লেখেন মুখ্যমন্ত্রী।

WB CM Mamata Banerjee decked up her house in X mass
Published by: Sayani Sen
  • Posted:December 25, 2024 11:32 pm
  • Updated:December 25, 2024 11:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ধর্ম যার যার, উৎসব সবার’,  বারবার একথা মনে করে দিয়েছেন তিনি। তাই বড়দিন নিয়ে গান লিখেছেন, সুরও বেঁধেছেন। আর বুধবার আলো, ক্রিসমাস ট্রি দিয়ে বাড়িও সাজালেন। সোশাল মিডিয়ায় নিজেই সেই ছবি শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একটিমাত্র ছবি পোস্ট করেছেন তিনি। ওই ছবিতে দেখা গিয়েছে, বাড়ির সামনে রাখা রয়েছে আলো ঝলমলে ক্রিসমাস ট্রি। সঙ্গে মমতা বলেন, “আমার বাড়িও সেজে উঠেছে বড়দিনের মুহূর্তে। বড়দিনের আয়োজনে এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা। উৎসবের প্রতিটি দিন সকলের মঙ্গলময় হোক। বিশ্বপিতার কাছে এই প্রার্থনা আমার।” সকলকে বড়দিনের শুভেচ্ছাও জানান তিনি।

Advertisement

বড়দিনের প্রাক্কালে ক্রিসমাসের বিশেষ প্রার্থনায় যোগ দিতে বড়বাজারের পর্তুগিজ চার্চে যান মুখ্যমন্ত্রী। প্রায় ২০০ বছর পুরনো পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী যাওয়ার পরই শুরু হয় ক্রিসমাস ইভের প্রার্থনা। বরাবরই বড়দিনের আগের রাতে বিশেষ প্রার্থনায় যোগ দেন মুখ্যমন্ত্রী। একটা সময় তিনি যেতেন সেন্ট পলস ক্যাথিড্রালে। গত কয়েক বছর তিনি ২০০ বছরের পুরনো পর্তুগিজ চার্চের প্রার্থনায় যোগ দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং লালবাজারের শীর্ষ আধিকারিকরা। বলে রাখা ভালো, বড়দিনের উৎসবের সূচনা অবশ্য মুখ্যমন্ত্রী গত সপ্তাহেই করে দিয়েছেন। বুধবার সোশাল মিডিয়াতেও বড়দিনের শুভেচ্ছা জানান মমতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement