Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

Durga Puja 2023: এবার রিও কার্নিভ্যালকে হারিয়েছে বাংলা, বিশ্বের সব দুর্গাপুজো এক সুতোয় বাঁধার পরিকল্পনা মমতার

রাজ্যের পুলিশের ভূমিকার প্রশংসা মমতার।

WB CM Mamata Banerjee compares Durga Puja with Rio Carnival

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:November 6, 2023 7:08 pm
  • Updated:November 6, 2023 9:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোয় (Durga Puja 2023) বাংলায় লোকারণ্য় ব্রাজিলের রিও কার্নিভ্যালকে ছাপিয়ে গিয়েছে। আর সেই ভিড় সামলাতে রাজ্য়ের পুলিশের ভূমিকা প্রশংসনীয়। সোমবার ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরের বছর থেকে সারা বিশ্বের পুজোকে একসূত্রে বাঁধার ভাবনা ভেবেছেন তিনি। 

সপ্তাহ খানেক আগে শেষ হয়েছে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। সেই পুজোয় রাজ্যে ভিড় জমিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। শুধু এ রাজ্য নয়, ভিন কাজ্য থেকেও দলে দলে মানুষ এসেছে বাংলায়। চেটেপুটে নিয়েছে বাংলার সবচেয়ে বড় উৎসবের স্বাদ। লোকারণ্য হলেও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুজোর সময়। আর আইনশৃঙ্খলা রক্ষার পুরো কৃতিত্ব পুলিশের। তাঁদের ভূমিকার প্রশংসা করেছেন মমতা। বলেন, “পরিবারকে সময় দেয়নি তারা। সুদক্ষভাবে ভিড় সামলেছেন। এবারের ভিড়, পুজো শেষে কার্নিভ্যালের জাঁকজমক বিশ্বের সবচেয়ে বড় উৎসব ব্রাজিলের রিও কার্নিভ্যালকে ছাপিয়ে গিয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলা: মিলল না স্বস্তি, জ্যোতিপ্রিয়কে ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের]

মুখ্যমন্ত্রীর কথায়. “পুজোর কার্নিভ্যাল সব জেলাকে কানেক্ট করে। এবার মহকুমাভিত্তিক হয়েছে। এতদিন কার্নিভ্যালে একনম্বর ছিল ব্রাজিল। এবার ব্রাজিলকেও ছাপিয়ে গিয়েছে আমাদের কার্নিভ্যাল। জনসমাগমের দিক থেকেও আমরা নম্বর ওয়ান।” এর পরই বিশ্বের সমস্ত দুর্গাপুজোকে এক সূত্রে বাঁধার পরিকল্পনার কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরের বছর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের পুজোর সঙ্গে আমরা কানেক্ট করব। এমন ব্যবস্থা করব যাতে ওদেরটা আমরা দেখতে পারি, আমাদেরটা ওরা দেখতে পারেন।”

এবার থিমের দিক থেকে কলকাতাকে দশ গোল দিয়েছে জেলা। এমনই দাবি করলেন খোদ মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমি ভারচুয়ালি প্রায় ১২০০ পুজোর উদ্বোধন করেছি। সব পুজো দেখেছি। জেলার থিম তাক লাগিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম, এটা হয়নি, ওটা হয়নি। কিন্তু দেখি সব করে দিয়েছে ওরা।” এর পর মজার ছলে মুখ্যমন্ত্রীর সংযোজন. অরূপ-দেবা-ববিকে জিজ্ঞেস করছিলাম, এবার তোরা কী করবি? তোরা সারা বছর যতই গবেষণা কর, ওরা সব করে দিয়েছে।” সবমিলিয়ে এদিন বাংলার দুর্গাপুজো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সুন্দরভাবে সামাল দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন তিনি।

[আরও পড়ুন: খাদ্যদপ্তর বলছে এক, ডিলাররা বলছেন আরেক! ‘হাওয়ায় মিলিয়ে যাচ্ছে’ আমজনতার রেশন]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement