Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

কেন কমছে না সবজির দাম? বাজারদরে লাগাম দিতে আগামী সপ্তাহে বৈঠকে মুখ্যমন্ত্রী

বৈঠকে ডাকা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রী-সহ রাজ‌্য প্রশাসনের শীর্ষ কর্তাদের।

WB CM Mamata Banerjee calls meeting to control price hike | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 6, 2022 8:45 am
  • Updated:November 6, 2022 8:45 am  

স্টাফ রিপোর্টার: বাজার দর লাগামছাড়া। উৎসব মিটলেও বাজারে আনাজপাতি থেকে শুরু করে কোনও সামগ্রীর দাম কমার লক্ষ্মণ নেই। তাই জিনিসপত্রের দর নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করতে উদ্যোগী হয়েছে রাজ‌্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগামী ১৪ নভেম্বর নবান্নে বৈঠক ডেকেছেন। ওই দিন বিকেল ৪টের সময় এই বৈঠকে ডাকা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রী-সহ রাজ‌্য প্রশাসনের শীর্ষ কর্তাদের।

সূত্রের খবর, বৈঠকে যোগ দিতে বলা হয়েছে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, উদ্যানপালনমন্ত্রী সুব্রত সাহা, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, মৎস্যমন্ত্রী অখিল গিরি, প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথকে। বৈঠকে থাকবেন সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিব ও শীর্ষস্তরের কর্তারাও। মুখ্যমন্ত্রীর অফিস থেকে মৌখিকভাবে মন্ত্রী ও আধিকারিকদের বৈঠকে হাজির থাকার জন‌্য নির্দেশ পাঠানো হয়েছে। বৈঠকে পুলিশ কর্তাদেরও ডাকা হয়েছে। বিভিন্ন কমিশনারেটের শীর্ষ কর্তারা ছাড়া থাকবেন রাজ‌্য পুলিশের অন‌্যান‌্য আধিকারিকরাও।

Advertisement

[আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী সঠিক সময় DA দেবেন’, রাজ্য সরকারি কর্মীদের ধৈর্য ধরার পরামর্শ কৃষিমন্ত্রীর]

রাজ্যে শীতের আমেজ পড়তে শুরু করেছে। শীত এলেই বাজারে শাক-সবজির যোগান বাড়তে থাকে। ফলে এই সময় সবরকম শাক-সবজিরই দাম অনেকটা করে কমে যাওয়ার কথা। এবার এখনও পর্যন্ত বাজারে শাকসবজির দাম কমার লক্ষ্মণ দেখা দিচ্ছে না। শীতের অন‌্যতম সবজি ফুলকপি এখনও কলকাতা-সহ বিভিন্ন জেলার বাজারে ২৫-৩০ টাকা পিসের কম দামে মিলছে না। আলুর দাম ৩০ টাকা কেজিতেই দাঁড়িয়ে আছে। কেন বাজারের এই পরিস্থিতি বৈঠকে মুখ‌্যমন্ত্রী তা অনুসন্ধান করবেন। এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও সচিবদের প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে নির্দেশ দেবেন।

সম্প্রতি ডিমের দাম বেড়েছে খুচরো বাজারে। এক ঝটকায় এক টাকা বেড়ে ডিমের দাম দাঁড়িয়েছে ৬ টাকা ৫০ পয়সা। অথচ রাজ্যের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক কর্পোরেশন ডিম বিক্রি করছে ৫ টাকায়। খুচরো বাজারে ডিমের দাম কেন আচমকা বেড়ে গেল তার কোনও কারণ খুঁজে পাচ্ছে না রাজ্য। দাম বেড়েছে মাছ ও মাংসেরও। উৎসব উপলক্ষ্যে পাঁঠার মাংসের দাম একধাক্কায় অনেকটা বেড়ে যায়। এখন দাম কমার কথা।

[আরও পড়ুন: ১০০ দিনের কাজের কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের, এবার অন্যত্র মিলবে কর্মসংস্থান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement