Advertisement
Advertisement

Breaking News

WB Civic Polls 2022

WB Civic Polls 2022: পুরভোটের আগের দিনই লেকটাউনে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ২, বিধাননগরে অশান্তির আশঙ্কা

অশান্তির জন্যই অস্ত্র পাচার করা হচ্ছিল বলে অনুমান পুলিশের, আরও বাড়ল নিরাপত্তা।

WB Civic Polls 2022: Two held with arms from Lake Town just a day before poll of Bidhannagar Municipal Election
Published by: Sucheta Sengupta
  • Posted:February 11, 2022 11:49 am
  • Updated:August 22, 2022 2:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরভোটের আগের দিনই অশান্তির আঁচ। বিধাননগর পুরএলাকার (Bidhannagar Municipal Corporation) অন্তর্গত লেকটাউন (Lake Town) থেকে উদ্ধার হল 7mm পিস্তল, কার্তুজ, গুলি। ২ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। শুক্রবার তাদের বিধাননগর আদালতে পেশ করা হবে। অস্ত্র আইনে দায়ের হতে পারে মামলা। এই দুষ্কৃতীদের বিস্তারিত পরিচয় খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। এদের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। শনিবার বিধাননগরে পুরভোট। তার আগের দিনই অস্ত্র উদ্ধারের ঘটনায় আশঙ্কা বাড়ল সাধারণ ভোটারদের।

ভোটের বিধাননগর বরাবরই রাজনৈতিকভাবে উত্তপ্ত। পঞ্চায়েত হোক বা পুরসভা, বিধানসভা – সমস্ত নির্বাচনেই বিধাননগর থেকে একাধিক অশান্তির খবর আসে। অস্ত্রশস্ত্র উদ্ধারও হয়। যার জেরে এবারের পুরভোটে  কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি না, তা আদালতের বিচারাধীন ছিল। যদিও প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনার পর রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য পুলিশ দিয়েই ভোট হবে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে ভোটের দিন। যদিও এবারও ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই বিরোধীদের মনোনয়নে বাধা-সহ একাধিক অভিযোগ উঠেছে বিধাননগর পুরনিগম এলাকার বিভিন্ন জায়গায়।

Advertisement

[আরও পড়ুন: নিজেকে গুটিয়ে নিতে চান অভিমানী অভিষেক বন্দ্যোপাধ্যায়! সিদ্ধান্ত সোমবার]

এর মাঝেই শুক্রবার সকালে নাকা চেকিংয়ের সময়ে অস্ত্রশস্ত্র-সহ লেকটাউন (Lake Town)থেকে গ্রেপ্তার হয়েছে ২ জন। তাদের থেকে 7mm পিস্তল, কার্তুজ, গুলি উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, তারা কাঁকুড়গাছির বাসিন্দা। ঠিক কী কারণে অস্ত্র নিয়ে তারা এই এলাকায় মজুত করছিল, তা জানার চেষ্টা চলছে। তবে মনে করা হচ্ছে, বিধাননগরে ভোটের দিন অশান্তি পাকানোর জন্যই এই অস্ত্র আমদানি। ২ জনকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত খুঁটিনাটি জামতে মরিয়া তদন্তকারীরা। অস্ত্র উদ্ধারের ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা আরও আঁটসাঁট করেছে পুলিশ। বিধাননগরের প্রতিটি মোড় তো বটেই, প্রবেশ এবং বেরনোর পথে চলছে নাকা চেকিং।

[আরও পড়ুন: ‘কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়’, ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন মদন মিত্র]

শনিবার রাজ্যের আরও ৩ পুরনিগমের (WB Civic Polls 2022) সঙ্গে ভোটগ্রহণ হবে বিধাননগরের ৪১টি ওয়ার্ডে। মনোনয়ন পর্ব থেকেই এখানকার বেশ কয়েকটি ওয়ার্ডে অশান্তির খবর মিলেছে। বিশেষত বিজেপিকে বাধাদানের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। তাই বিধাননগরের পুরভোট ঘিরে বাড়তি নিরাপত্তা রয়েছে। শুক্রবার থেকেই কড়া নজরদারির চাদরে মোড়া বিধাননগর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement