Advertisement
Advertisement

রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই রাজভবনে মুখ্যসচিব, কেন? তুঙ্গে জল্পনা

মধ্যরাতের হুঁশিয়ারি নিয়ে সাসপেন্স বাড়ছে।

WB Chief Secretory Harikrishna Dwivedi meets governor | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 9, 2023 8:30 pm
  • Updated:September 9, 2023 8:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “মধ্যরাতে দেখুন কী হয়।” শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্দেশে রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই হুমকির কয়েক ঘণ্টা পরই রাজভবনে হাজির রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজভবন সূত্রের খবর, মুখ্যসচিবকে তলব করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে। তারপরই বিকেলে রাজভবনে যান মুখ্যসচিব।

জানা গিয়েছে, শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটে রাজভবনে ঢোকেন মুখ্যসচিব। দীর্ঘক্ষণ রাজভবনে ছিলেন তিনি। রাজভবনে ঢুকে সোজা চলে যান রাজ্যপালের কাছে। কিন্তু, তাঁদের মধ্যে কী কথা হচ্ছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এক ঘণ্টারও বেশি সময় কথা হয় দু’জনের। কিন্তু এই বৈঠক নিয়ে কোনওপক্ষই মুখ খোলেনি। আর তাতেই যেন আরও বাড়ছে সাসপেন্স।

Advertisement

[আরও পড়ুন: লোকসভা ভোটের প্রস্তুতি তুঙ্গে, ফের রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের দল]

এই মুহূর্তে একাধিক বিষয়ে রাজ্য ও রাজ্যপাল টানাপড়েন চলছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে দুই শিবিরের টানাপোড়েন তুঙ্গে। সেই আবহেই এদিন দুপুরে রাজ্যপাল এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘‘আজ মধ্যরাতের জন্য অপেক্ষা করুন। অ্যাকশন কাকে বলে দেখতে পাবেন।’’ এরপর আবার নাম না করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পালটা বলেন, ”সাবধান, সাবধান, সাবধান! শহরে নতুন ভ্যাম্পায়ার এসেছেন। নাগরিকরা নিজেদের খেয়াল রাখুন। হিন্দু পুরাণ মতে ‘রাক্ষস প্রহরে’র অপেক্ষায় থাকলাম।”

[আরও পড়ুন: জি-২০ সামিটে ‘লোন উলফ’ হামলার আশঙ্কা! হোটেলের নিরাপত্তায় মোতায়েন ‘হিট স্কোয়াড’]

সংঘাত যখন চরমে, রাজ্যপাল মধ্যরাতে ঠিক কী পদক্ষেপ করেন, সেটা জানতে যখন গোটা রাজ্য মুখিয়ে ঠিক সেই সময় মুখ্যসচিবের রাজভবনে হাজির হওয়া বেশ তাৎপর্যপূর্ণ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement