সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য পুলিশে (WB Police) আরও নিয়োগের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির বৈঠকে নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের এই খবর জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মোট ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে রাজ্য পুলিশে। পুজোর পর থেকেই সেই প্রক্রিয়া শুরু হবে।
মুখ্যমন্ত্রী অসুস্থ থাকায় এবার মন্ত্রিসভার বৈঠকে ব্যতিক্রম ঘটেছে। নবান্নের বদলে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনেই বৈঠকে বসে রাজ্য মন্ত্রিসভা। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। যার মধ্যে একটি এই পুলিশে নিয়োগ (Recruitment)। ফিরহাদ হাকিম জানান, ”মোট ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। এর মধ্যে ৪৮০০ জন পুরুষ নিয়োগ হবে। মহিলাদেরও কনস্টেবল পদে নেওয়া হবে। ৩৬০০ জন মহিলাকে নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ হবে।”
এছাড়া এদিনের বৈঠকে আরও যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা হল ধূপগুড়িকে (Dhupguri) মহকুমা করার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মেলা। বৈঠক শেষে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, ”ক্যাবিনেটে ধূপগুড়িকে মহকুমা করার প্রস্তাব পাশ হয়েছে। ধূপগুড়ি, বানারহাট – দুটি ব্লক ও ধূপগুড়ি পুরসভা নিয়ে তৈরি হবে এই মহকুমা (Sub Division)। এর জন্য প্রশাসনিক স্তরে যে যে কাজ করা দরকার, পরিকাঠামো তৈরি করতে হবে, তা আমরা দ্রুতই করব। মানুষ তাতে অনেক বেশি সুবিধা পাবেন।”
উল্লেখ্য, ধূপগুড়িতে উপনির্বাচনের (Dhupguri By-Election) প্রচারে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতলে ধূপগুড়িকে আলাদা মহকুমা করা হবে। সেইমতো রাজ্য মন্ত্রিসভায় প্রস্তাব পেশ হয় এবং বৃহস্পতিবার তাতে সিলমোহর পড়ল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.