Advertisement
Advertisement
BJP

খসছে পদ্মের পাঁপড়ি! উপনির্বাচনে ৬-এ শূন্য পেয়ে কত দাঁড়াল বিজেপির বিধায়ক সংখ্যা?

২০২১ সালের বিধানসভা উপনির্বাচনে বিজেপি ৭৭ টি আসন জিতেছিল। গত তিন বছরে তা কমেছে।

WB By-elections: Number of BJP MLAs reduced as they get no seat among six

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:November 23, 2024 9:05 pm
  • Updated:November 23, 2024 9:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন বছরে ব্যবধানে শক্তি কমেছে বেশ খানিকটা। ২০২১ বিধানসভা নির্বাচনে যে কটি আসনে জিতেছিল বিজেপি, পরবর্তী কয়েকটি উপনির্বাচনে সেই জয়ী কেন্দ্রগুলি একে একে খুইয়েছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, দলবদলও হয়েছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়কদের হাত ধরে শক্তিবৃদ্ধি হয়েছে তৃণমূলের। এবারের উপনির্বাচনে আরও ধস নেমেছে বঙ্গ বিজেপিতে। শনিবার ছয় বিধানসভা কেন্দ্রের ফল বলছে, বিজেপির প্রাপ্তি ছয়ে শূন্য। এই পরিসংখ্যানের নিরিখে প্রধান বিরোধী দল আরও দুর্বল হয়ে পড়ল বিধানসভায়। এই মুহূর্তে বিজেপি বিধায়কের সংখ্যা দাঁড়াল ৭০-এ।

গ্রাফিক্স: অরিত্র দেব।

২০২১ থেকে ২০২৪ – তিন বছরের মধ্যে দলবদলের অঙ্কে হেরফের হয়েছে ভালোই। বেশিরভাগ উপনির্বাচনে নিজেদের জয় ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির। ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপি ৭৭টি আসনে জয়ী হয়েছিল। এর মধ্যে দলবদলও হয়েছে। এই তালিকায় রয়েছেন মুকুল রায়, সুমন কাঞ্জিলাল, তন্ময় ঘোষ, হরকালী প্রতিহার। তাঁরা সরাসরি তৃণমূলে এলে বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়ায় ৭৩। তবে সেসব বিধায়কের বিরুদ্ধে দলবদল আইন কার্যকর এখনও না হওয়ায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতেই রয়েছেন তাঁরা। 

Advertisement

এর মাঝে দিনহাটা আসনটি নিশীথ প্রামাণিকের থেকে ছিনিয়ে নিয়েছেন তৃণমূলের উদয়ন গুহ। আর ২০২৩ সালে ধূপগুড়িতে বিজেপি বিধায়কের মৃত্যুতে সেখানে উপনির্বাচনে আসনটি দখল করে তৃণমূল। আজকের উপনির্বাচনে একটি আসন খুইয়েছে পদ্ম ব্রিগেড। সবমিলিয়ে আরও তিনটি আসন কমে বর্তমানে বিজেপিক বিধায়ক সংখ্যা দাঁড়াল ৭০-এ। যদিও রাজনৈতিক মহলের একাংশের মত, ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত এই সত্তরের শক্তি বিজেপি রক্ষা করতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার এবং দলবদলের অঙ্কে হয়ত পদ্মের আরও পাঁপড়ি খসবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement