Advertisement
Advertisement

Breaking News

Nasiruddin Shah

WB By-Election: ‘রাজনৈতিক নয়, ব্যক্তিগত প্রচার’, বালিগঞ্জের সিপিএম প্রার্থীর হয়ে ভোট চাইলেন নাসিরুদ্দিন

ভিডিও বার্তায় সায়রা শাহ হালিমকে ভোটে জেতানোর কথা বললেন বলি অভিনেতা।

WB By-Elections: Bollywood actor Nasiruddin Shah campaigns for CPM candidate Saira Shah Halim | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 4, 2022 12:47 pm
  • Updated:April 4, 2022 2:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালিগঞ্জের সিপিএম (CPM) প্রার্থী সায়রা শাহ হালিম নিজে নিয়মিত রাস্তায় নেমে প্রচার করছেন, সকাল-বিকেল চলছে জনসংযোগ। এবার তাঁর হয়েই ভিডিও বার্তায় ভোট চাইলেন বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Nasiruddin Shah)। তবে তিনি স্পষ্ট করেই জানিয়েছেন, কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার নয়, একেবারেই ব্যক্তিগত সম্পর্কের জোরে তিনি সায়রাকে ভোটে জেতানোর আবেদন করছেন। সায়রা বহুজাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মী ছিলেন। কর্পোরেট সংস্কৃতির সঙ্গে পরিচিত তিনি। এহেন সায়রা সিপিএমের প্রার্থী হওয়ায় তাঁকে নিয়ে সমালোচনা কম হচ্ছে না।

Advertisement

আগামী ১২ তারিখ রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন (By-Election)। আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে অগ্নিপরীক্ষা প্রার্থীদের, একথা বললেও অত্যুক্তি করা হবে না। বালিগঞ্জের (Ballygunge) মতো হাইভোল্টেজ কেন্দ্রের আভিজাত্যের সঙ্গে খাপ খাইয়ে এবার বামেদের বাজি – বহুজাতিক সংস্থার প্রাক্তন উচ্চপদস্থ অফিসার। বিলেতে পড়াশোনা করা প্রার্থী সায়রা শাহ হালিম (Saira Shah Halim) সম্পর্কে সিপিএমের বহু পরিচিত মুখ ডাক্তার ফুয়াদ হালিমের স্ত্রী এবং বলিউড অভিনেতা নাসিরুদ্দিনের ভাইঝি। ফলে এমন নিকটাত্মীয়ের জন্য বলিউড অভিনেতা প্রচার করবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল।

[আরও পড়ুন: হনুমানকে রোজ খাবার দিতেন বৃদ্ধা, অসুস্থ হওয়ার পর মানুষের মতোই সেবা করছে না-মানুষ!]

অবশেষে সোমবার সকালে ভাইঝির সমর্থনে ভোট টানতে ভিডিও বার্তা দিলেন নাসিরুদ্দিন। বললেন, ”আমি কোনও রাজনৈতিক দলের সদস্য নই। আমি সম্পূর্ণ ব্যক্তিগত বোধ থেকে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। বালিগঞ্জের উপনির্বাচনে সায়রা শাহ হালিমকে সমর্থনের আবেদন রাখছি। ভাইঝি হওয়ার সুবাদে আমি তাকে জন্ম থেকে চিনি। সর্বদা সাহসী, দায়বদ্ধ, সৎ ও সংবেদনশীল মানুষ হিসেবে সায়রাকে দেখতে পেয়েছি, যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সদা আগ্রহী। বিভিন্ন সামাজিক অন্যায়ের সঠিক সমালোচক এবং মানুষের অধিকার রক্ষায় সদা সোচ্চার সে।”

[আরও পড়ুন: মা ও সৎ বাবার হাতে খুন মেয়ে! বারাসতে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য]

এরপর সায়রার স্বামী ফুয়াদ হালিমের (Fuad Halim) অবদানের কথা উল্লেখ করেছেন নাসিরুদ্দিন। বালিগঞ্জের ভোটারদের কাছে ভোটদানের লক্ষ্য খুবই স্পষ্ট বলে মন্তব্য করে  ভোটারদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন নাসিরুদ্দিন, ”এমন কাউকেই তো আপনারা প্রতিনিধি হিসেবে চান যে সংবেদনশীল, সহমর্মী, মানুষের প্রতি দায়বদ্ধ থেকে আপনাদের জন্য কাজ করবে? নাকি বেছে নেবেন রং বদলানো, সুযোগসন্ধানী কাউকে, যে সমাজে বিদ্বেষ ছড়ায়? আসুন, ভোট দিন এবং ভোট দেওয়ার আগে গভীরভাবে ভাবুন।”

ভাইঝি সম্পর্কে নাসিরের এই ভিডিও বার্তায় বালিগঞ্জবাসী কতটা প্রভাবিত হবেন এবং ‘কর্পোরেট’ প্রার্থী সায়রার হয়ে কতজন ভোট দেবেন, তা বোঝা যাবে ১৬ এপ্রিল। ওই দিনই দুই কেন্দ্রের উপনির্বাচনের ফলপ্রকাশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement