বুদ্ধদেব সেনগুপ্ত: ভবানীপুর উপনির্বাচন (By Election) নিয়ে ১৮০ ডিগ্রি অবস্থান বদল করল কংগ্রেস। সোমবার এ নিয়ে দলের গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামছে কংগ্রেস (Congress)। প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন অধীর চৌধুরী। বামেদের সঙ্গে জোট অক্ষুণ্ণ রেখেই এই সিদ্ধান্ত নিল প্রদেশ কংগ্রেস। তবে মমতার প্রতিপক্ষ হিসেবে ‘হাত’ শিবির থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনও স্থির হয়নি। নাম পাঠানো হচ্ছে দিল্লিতে AICC’র কাছে।
ভবানীপুর (Bhabanipur) উপনির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস কোনও প্রার্থী দিতে নারাজ ছিল। অধীর চৌধুরীর মত ছিল, বিপুল জনসমর্থন নিয়ে তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েই এই উপনির্বাচনী লড়াই থেকে নিজেদের বিরত রাখতে চায় কংগ্রেস। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে দলের মত ভিন্ন। কংগ্রেস ভবানীপুর উপনির্বাচনে লড়তে চায়। সোমবার প্রদেশ কংগ্রেসের বৈঠকে অধিকাংশ সদস্যই মমতার বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে। তাই প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে।
সূত্রের খবর, ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়াইয়ে কে নামবেন, সেই নাম নিয়ে দলের অন্দরে মতানৈক্য তৈরি হয়েছে। তাই বেশ কয়েকটি নাম নিয়ে দিল্লিতে AICC’র কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে। দিল্লির সিদ্ধান্তই চূড়ান্ত হবে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন অধীর চৌধুরী।অন্যদিকে, সামশেরগঞ্জে কংগ্রেসের কোনও প্রার্থী থাকছে না। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে বামেদের হয়ে প্রচারে করবে কংগ্রেস, এমনই জানিয়েছেন অধীর চৌধুরী। তাঁর এই কথা থেকেই স্পষ্ট, বামেদের সঙ্গে জোট সমীকরণ অক্ষুণ্ণ রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হল।
এদিকে, মমতার বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী দেওয়া নিয়ে তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ”কংগ্রেসের সর্বভারতীয় নেত্রীর সঙ্গে আমাদের সম্পর্ক ভাল। এখন কে, কোথায় প্রার্থী দাঁড় করাবে, সেটা তাঁদের ব্যাপার। তবে ভবানীপুর থেকে রেকর্ড ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.