Advertisement
Advertisement

Breaking News

WB Budget 2024

এবার মাধ্যমিকের পরই মিলবে মোবাইল, মাদ্রাসার উন্নয়নে ৫০ কোটি বরাদ্দ রাজ্যের

মিড-ডে মিলের রাঁধুনি ও সাহায্যকারীদের বেতনে ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

WB Budget 2024: WB allots 50 crore for Madrasa, class 11 students will get smartphones | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 8, 2024 5:28 pm
  • Updated:February 8, 2024 6:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য বাজেটে শিক্ষাক্ষেত্রেও বড় ঘোষণা। দ্বাদশ নয়, এবার মাধ্যমিকের পরই মিলবে মোবাইল, ট্যাবলেট। সেই সঙ্গে মাদ্রাসার উন্নয়নেও বড় অঙ্ক বরাদ্দ করল রাজ্য।

করোনা কালে আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সড়গড় হতে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে রাজ্যের প্রতিটি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে ট্যাব (Tab) কিংবা স্মার্টফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কারণ, করোনা কালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে পড়াশোনা চলছিল অধিকাংশ ক্ষেত্রে। এদিকে সকলের পক্ষে স্মার্টফোন কেনা সম্ভব নয়। সেই কারণে পড়ুয়াদের সুবিধার্থে এই প্রকল্প চালু করা হয়েছিল। যার মাধ্যমে সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে পাঠানো হয় টাকা। তবে এবার থেকে দ্বাদশ নয়, মাধ্যমিক পাশের পরই মিলবে ট্যাব বা স্মার্টফোন। অর্থাৎ একাদশ শ্রেণিতে উঠলেই পড়ুয়াদের অ্যাকাউন্টে যাবে টাকা। এর জন্য ৯০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে রাজ্য।

Advertisement

[আরও পড়ুন: লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক! ফের ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের]

এখানেই শেষ নয়, মাদ্রাসাগুলোর জন্যও বড় সিদ্ধান্ত রাজ্য বাজেটে। বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি ও বৃত্তিমূলক শিক্ষা-সহ অত্যাধুনিক পাঠক্রম প্রণয়নের মাধ্যমে ধাপে ধাপে মাদ্রাসাগুলোকে উন্নত করা হবে। যার জন্য বরাদ্দ করা হয়েছে ৫০ কোটি টাকা। এছাড়া মিড-ডে মিলের রাঁধুনি ও সাহায্যকারীদের বেতনে ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য বাজেটে বলা হয়েছে, আগে মাসে ১০০০ টাকা করে ১০ মাস টাকা পেতেন রাঁধুনি ও হেল্পাররা। এবার থেকে প্রতিমাসে অতিরিক্ত ৫০০ টাকা করে দেওয়া হবে ২ লক্ষ ৩০ হাজার জনকে। যার জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা।

[আরও পড়ুন: ‘এরা অ্যান্টি বাঙালি’, রাজ্য বাজেটের মাঝে বিজেপির হট্টগোলে ক্ষুব্ধ মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement