সংবাদ প্রতিদিন ব্যুরো: পঞ্চায়েত ভোটের আগে ২০২৩-২৪ অর্থবর্ষের রাজ্য বাজেট (WB Budget 2023-24)। কর্মসংস্থান, শিল্প বিনিয়োগে কতটা দিশা দেখাতে পারে এই বাজেট, তা নিয়ে চিন্তায় ছিলেন আমজনতা। বুধবার বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhatatcharya) জোর দিলেন শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানে। যা কর্মক্ষেত্রে খানিকটা আলো দেখাল বলে মনে করছে ওয়াকিবহল মহল।
বানতলা চর্মনগরী, হাওড়া, হলদিয়া-ডানকুনি-রঘুনাথপুর-কল্যাণীর মতো শিল্প হাবে বিনিয়োগ টানতে পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে বলে বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বানতলা (Bantala)লেদার কমপ্লেক্সে ইতিমধ্যে ৩ লক্ষ কর্মসংস্থান হয়েছে। আরও আড়াই লক্ষ কর্মসংস্থান হবে এখানে।
অন্যদিকে, হলদিয়া-ডানকুনি-রঘুনাথপুর-কল্যাণী এই শিল্প হাবগুলিতে সংযোগকারী করিডর তৈরি হবে। তাতে আশেপাশের এলাকায় প্রচুর অনুসারী শিল্প তৈরি হবে। তাতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ থাকছে বলে ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টচার্যের। এছাড়া পুরুলিয়ার রঘুনাথপুরে ‘জঙ্গল সুন্দরী’ ৭২ কোটি টাকার বিনিয়োগ করে দেড় লক্ষ চাকরি সুনিশ্চিত করা হয়েছে। এই মুহূর্তে রাজ্যের অন্যতম বড় শিল্প সংস্থান হতে চলেছে দেউচা-পাচামি কয়লা খনি। সেই কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। দেউচা-পাচামিতে কাজ শুরু হলে দেড় লক্ষাধিক কর্মসংস্থান হবে।
দিন কয়েক আগেই হাওড়ার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, বাম আমলে হাওড়া শিল্পাঞ্চলের পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। সেই পরিবেশ ফেরাতে হবে। বুধবার বাজেট ঘোষণা করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, হাওড়ায় নতুন করে ঢালাই পার্ক, হোসিয়ারি হাব তৈরি হবে। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে এখানে বিনিয়োগ হবে। পরিকাঠামোরক অভাবে এগুলি বাইরের রাজ্যে চলে গিয়েছিল। তা ফের হাওড়ায় ফিরিয়ে আনা হবে। বাজেট পেশের পর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, ”কর্মসংস্থানমুখী বাজেট। এতে শিল্পের উন্নয়ন ও কাজের সুযোগ মিলবে। রাজ্যের আর্থিক পরিস্থিতি উন্নত হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.