Advertisement
Advertisement

Breaking News

WB Assembly

আর অনুরোধ নয়, রাজ্যপালের জবাব না পেলে নতুন বিধায়কদের শপথ পড়াবেন স্পিকারই

রাজভবনের তরফে এনিয়ে কোনও জবাব না মিললে বাদল অধিবেশনের প্রথমদিনই নবনির্বাচিত চার বিধায়ককে শপথ পড়ানো হয়ে যেতে পারে।

WB Assembly speaker will conduct oath ceremony for newly elected MLAs

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:July 16, 2024 12:52 pm
  • Updated:July 16, 2024 12:52 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: তৃণমূলের শহিদ সমাবেশের পরদিন অর্থাৎ ২২ জুলাই বসছে বিধানসভার বাদল অধিবেশন। আর এই অধিবেশন পর্বেই যাতে নতুন জয়ী ৪ বিধায়কের শপথ পর্ব সেরে ফেলা যায় তার জন‌্য যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছে রাজ‌্য বিধানসভা। সদ‌্য উপনির্বাচনে মানিকতলা কেন্দ্রে জিতেছেন সুপ্তি পাণ্ডে। রায়গঞ্জে কৃষ্ণ কল‌্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, বাগদায় মধুপর্ণা ঠাকুররাও জয়ী। তাঁদের শপথ নিয়ে এবার আর রাজ‌্যপালের উপর দায়িত্ব ছাড়া নয়, প্রথম থেকেই একপ্রকার কড়া অবস্থান নিয়েছে বিধানসভা।

প্রথামাফিক, পরিষদীয় দপ্তর থেকে রাজভবনে চিঠি পাঠানো হবে। একইসঙ্গে বিধানসভার অধ‌্যক্ষ (Speaker) বিমান বন্দ্যোপাধ‌্যায়ও চিঠি দিয়ে রাজ‌্যপাল সি ভি আনন্দ বোসকে এনিয়ে দ্রুত পদক্ষেপের জন‌্য আবেদন করবেন। অভিজ্ঞমহলের ব‌্যাখ‌্যা, এর জেরে কার্যত প্যাঁচে পড়বেন রাজ‌্যপাল বোসই (CV Anand Bose)। প্রথামাফিক পরিষদীয় দপ্তর থেকে যাওয়া চিঠি তিনি পাওয়ার সঙ্গে সঙ্গেই অধ‌্যক্ষের চিঠি যাওয়ার পর তাঁর কার্যত শপথের দিনক্ষণ জানানো ছাড়া বিশেষ কিছু করার থাকবে না।

Advertisement

[আরও পড়ুন: আচমকা জড়িয়ে ধরেছিল যুবক, চিৎকার করতেই ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গলা টিপে ‘খুন’ হাওড়ায়!]

নিয়মমাফিক নবনির্বাচিত বিধায়কদের (MLA) শপথ পড়ানোর দায়িত্ব অধ‌্যক্ষকে দেওয়ার কথা রাজ‌্যপালের। কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ‌্যায় ও রেয়াত হোসেন সরকার, সদ‌্য এই দুই বিধায়কের শপথপর্বে বেশ জটিল পরিস্থিতি হয়। এবারও রাজ‌্যপাল সেই পথে যাচ্ছেন, তেমন ইঙ্গিত মিললে দ্বিতীয়বার এ নিয়ে অনুরোধ-উপরোধের পর্বে হয়তো যাবেই না বিধানসভা। বাদল অধিবেশন শুরু হচ্ছে। ফলে সেই অধিবেশনেই নতুন চার বিধায়কের শপথ পড়ানোর সুযোগ থাকবে। রাজ‌্যপালের সম্মানার্থে রীতি মেনে তাঁর কাছে শপথ পড়ানোর অনুমতি চেয়ে চিঠি পাঠানো হবে। বিধিমতো জবাব না এলে রাজ‌্য বিধানসভায় (WB Assembly) অধ‌্যক্ষই শপথ পড়িয়ে নেবেন। অধ‌্যক্ষের কথায়, “শপথবাক্য পাঠ তো করাতেই হবে। রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যেটা নিয়ে আগে এত বিতর্ক হয়েছিল, সেই দিকে না গিয়ে তিনি যদি শপথ পাঠের অনুমতি অধ‌্যক্ষকে দিয়ে দেন তাহলে সময়ের মধ্যেই শপথ পড়ানো হতে পারে।”

[আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অনন্ত আম্বানির বিয়ে, জেনে নিন এলাহি আয়োজনের হিসেব নিকেশ]

২২ তারিখ বাদল অধিবেশন শুরুর দিন সাধারণভাবে শপথবাক‌্য (Oath taking)পাঠ করানোর সুযোগ থাকে। তার পর শোকবার্তা পাঠ করে অধিবেশন প্রথম দিনের মতো শেষ হয়। নতুন চার বিধায়কের ক্ষেত্রে নিয়মমাফিক কোনও জবাব রাজভবনের  (Raj Bhawan) তরফে না এলে প্রথমদিনই শপথ পড়ানো হয়ে যেতে পারে। অধ‌্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অবশ‌্য এ নিয়ে এখনই সরাসরি কোনও মন্তব‌্য করেননি। তাঁর কথায়, “রাজ্যপাল চিঠির উত্তর দেবেন কি না সেটা দেখতে হবে। দিলে কী উত্তর দেন, সেটাও দেখার বিষয়। সেটা না জানা পর্যন্ত কোনও মন্তব্য করা যাবে না।”

একইসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, “এভাবে উপনির্বাচনে যাঁরা মাঝপথে জিতে আসছেন তাঁদের অধ‌্যক্ষই শপথবাক্য পাঠ করান। সারা দেশজুড়ে তেমনটাই হচ্ছে।” এদিনই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল‌্যাণী জয়ের শংসাপত্র নিয়ে দেখা করে যান অধ‌্যক্ষের সঙ্গে। ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটকও। জয়ী নতুন ৪ বিধায়কের জয়ের বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন প্রকাশ করলেই রাজভবনে চিঠি পাঠাবে পরিষদীয় দপ্তর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement