Advertisement
Advertisement
Kolkata High Court slams Election Commission

‘সার্কুলার নয়, পদক্ষেপ চাই’, ভোটে করোনা বিধি নিয়ে কমিশনকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাই কোর্টের

আদালতের পর্যবেক্ষণ, করোনাকালে ভোট ব্যবস্থাপনায় দায়সারা কাজ করছে কমিশন।

WB Assembly Election 2021: Kolkata High Court slams Election Commission over vote campaign amid Corona case surge | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 22, 2021 2:37 pm
  • Updated:April 22, 2021 4:18 pm  

শুভঙ্কর বসু: করোনাকালে ভোট। আর সেই সময়ে নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার কমিশনকে কার্যত তুলোধোনা করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণ। তাঁর কথায়, মহামারী পরিস্থিতিতে শুধুমাত্র সার্কুলার দিয়ে জনগণকে সতর্ক করে দায় ঝেড়ে ফেলতে পারে না কমিশন। আদালতের মতে, নিজেদের ক্ষমতার সঠিক ব্যবহার করেনি কমিশন।

কোভিড পরিস্থিতিতে রাজ্যে আট দফায় ভোট চলছে। আর সেই ভোটের আগে দেদার প্রচার সারছেন প্রার্থী ও দলীয় নেতা-কর্মী। সেই সমস্ত প্রচারসভায় কোভিডবিধি মানার বালাই নেই। স্বাভাবিকভাবেই রাজ্যের করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে ভোটের প্রচার বন্ধ করার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে জোড়া জনস্বার্থ মামলা হয়। সেই শুনানিতে বৃহস্পতিবার কমিশনকে তুলোধোনা করলেন হাই কোর্টের প্রধান বিচারপতি।

Advertisement

[আরও পড়ুন : এবার করোনায় আক্রান্ত সাধন পাণ্ডে, ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ রাজ্যের বিদায়ী মন্ত্রী]

টিবি রাধাকৃষ্ণণের পর্যবেক্ষণ, করোনাকালে ভোট ব্যবস্থাপনায় দায়সারা কাজ করছে নির্বাচন কমিশন। ডিভিশন বেঞ্চ বলে,”করোনা মহামারীর মধ্যে এই ভাবে শুধুমাত্র সার্কুলার দিয়ে নিজের দায় ঝেড়ে ফেলতে পারে না কমিশন। সবকিছু মানুষের উপর চাপিয়ে দিতে পারে না কমিশন।” এ প্রসঙ্গে আদালত আরও বলে, নির্বাচন কমিশন অসীম ক্ষমতার অধিকারী। কিন্তু কার্যক্ষেত্রে সেই ক্ষমতা প্রয়োগ করা হয়নি। কমিশনের আধিকারিক ও কুইক রেসপন্স টিমকে কাজে লাগানো হচ্ছে না।

এ বিষয়ে বলতে গিয়ে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টিএন সেশনের কথা তুলে আনেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। বলেন, “প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টিএন সেশনের ১০ শতাংশ কাজ এই নির্বাচন কমিশন করতে পারবে কি না আমার সন্দেহ। প্রয়োজনে আমরা সেশনের কাজ করব।” প্রধান বিচারপতির ভর্ৎসনা, “কমিশন চূড়ান্ত অদক্ষতার প্রমাণ দিয়েছে।” তিনি আরও জানান, আদালতে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকায় এদিন কোনও নির্দেশ জারি করা হয়নি। কিন্তু ভবিষ্যতে এই নিয়ে নির্দেশ জারি করতে পারে তারা।

[আরও পড়ুন : দু’বারের চেষ্টাতেও নেওয়া যায়নি কবি শঙ্খ ঘোষের ভোট, আক্ষেপ রাজ্য নির্বাচন কমিশনে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement