সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুষ্ঠু ও স্বচ্ছ পঞ্চায়েত নির্বাচনের জন্য সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনে পৌঁছে গিয়েছিলেন তিনি। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতার দাবি, প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ অমান্য করেছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েতে আদালত নিযুক্ত পর্যবেক্ষকের প্রয়োজন। শুভেন্দুর অভিযোগ, ভোটের বিজ্ঞপ্তি জারির আগে সর্বদল বৈঠক করেনি কমিশন। ফলে পঞ্চায়েত ভোটের প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়ে গিয়েছে। তাঁর প্রশ্ন, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনায় মনোনয়ন প্রত্যাহারের তথ্য কেন নেই কমিশনের নথিতে?
তাঁর কথায়, “বিরোধীদের মনোনয়নই করতে দেয়নি তৃণমূলের গুন্ডাবাহিনী। সেই কারণেই কি দক্ষিণ ২৪ পরগনায় মনোনয়ন প্রত্যাহারের তথ্য কমিশনের নথিতে নেই?” সাংবাদিক সম্মেলন করে সমস্ত তথ্য সামনে আনতে হবে কমিশনকে। পাশাপাশি ভোট প্রক্রিয়া সংক্রান্ত সব তথ্য কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। তবে সুষ্ঠু ভোট পরিচালনার জন্য নির্বাচনের দফা বাড়ানো উচিত কি না, তা নিয়ে বিজেপির কোনও মাথাব্যথা নেই বলেই স্পষ্ট করে দেন শুভেন্দু।
শুভেন্দুর আরও দাবি, সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের গণনা একসঙ্গে করতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর অফিসারকে ফোন করে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ, এমন ব্যবস্থা যেন করা হয়। যা নিয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, শুভেন্দু যে দলের বিধায়ক, সেই এলাকায় তাঁকে দেখা যায় না। সাধারণ মানুষ তাঁকে খুঁজেই পায় না। তাই আগে তিনি নিজে একটা ফোন নম্বর চালু করুন যাতে তাঁকে পাওয়া যাবে। তারপর এসব দাবি করবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.