Advertisement
Advertisement

Breaking News

Tata Mumbai Marathon 2025

নিজেকে ডিঙোনোর দৌড়! টাটা মুম্বই ম্যারাথনের জন্য প্রস্তুত দৃষ্টিহীন অসিফ ইকবাল

২০২৩ ও '২৪-এ হাফ ম্যারাথনে দৌড়েছেন কলকাতার ডাকাবুকো যুবক।

Visually Impaired Asif Iqbal to run Full Marathon at the Tata Mumbai Marathon 2025
Published by: Kishore Ghosh
  • Posted:December 31, 2024 9:33 am
  • Updated:January 1, 2025 4:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই দৌড় নিজেকে ছাপিয়ে যাওয়ার, তথাকথিত গণ্ডি ভাঙার। শহর কলকাতার বাসিন্দা দৃষ্টিহীন আসিফ ইকবাল প্রস্তুত হচ্ছেন টাটা মুম্বই ম্যারাথন ২০২৫-এ অংশগ্রহণের জন্য। এর আগে টাটা মুম্বই ম্যারাথন ২০২৩ ও ২০২৪-এ হাফ ম্যারাথন দৌড়েছেন তিনি। সব ঠিক থাকলে নতুন বছরে ফুল ম্যারাথনে দৌড়তে চলেছেন আসিফ।

নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যে পৌছাতে অনেক আগেই অনুশীলন শুরু করেছেন আসিফ ইকবাল। প্রয়োজন মতো তাঁকে সাহায্যের জন্য দুপাশে দৌড়াবেন দুজন। ৫ ঘণ্টা ৫০ মিনিটের মধ্যে ফুল ম্যারাথন শেষ করার লক্ষমাত্রা রেখেছেন দৃষ্টিহীন আসিফ। দৌড়ে যাতে হাঁপিয়ে না পড়েন তার জন্য বিশেষজ্ঞের পরামর্শ মতো পুষ্টিকর খাওয়াদাওয়া করছেন বিশেষভাবে সক্ষম কলকাতার দৌড়বিদ। আসিফ বলেন, “আমার কাছে এই ম্যারাথন একটি সাধারণ প্রতিযোগিত নয়, এটা নিজেকে এবং গোটা দুনিয়ার কাছে প্রমাণ করার মঞ্চ যে যাবতী প্রতিবন্ধকতা আসলে মানসিক।”

Advertisement

অসিফের প্রস্তুতি কাজে আসছে প্রযুক্তি। তাঁর হাতে থাকছে দৌড়বিদ জন্য বিশেষ ধরনের ঘড়ি। সেই অডিও ঘড়ি অসিফকে জানাচ্ছে, কতটা দৌড়াচ্ছে, কতটুকু সময়ে। বিশেষ ক্ষমতা সম্পন্ন অসিফের ‘বডি রানার’ বা সঙ্গী দৌড়বিদের কোমরে রয়েছে অডিও সিস্টেম। এর মাধ্যমে সঙ্গী দৌড়বিদের অবস্থান বুঝতে পারবেন অসিফ। কোচের তত্ত্ববধানে সপ্তাহে তিন দিন অনুশীলন করছেন বাংলার দৌড়বিদ। সঙ্গে দৌড়াচ্ছেন বডি রানার সুমিত দাস। কদিন পরে ১৯ জানুয়ারি কঠিন পরীক্ষা। কারণ এই দৌড় নিজেকে ছাপিয়ে যাওয়ার, তথাকথিত গণ্ডি ভাঙার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement