ফাইল ছবি
বিধান নস্কর, দমদম: বিজেপির মিছিল ঘিরে তুমুল উত্তেজনা দমদম পার্ক এলাকায়। পুলিশ ও গেরুয়া শিবিরের কর্মীদের বাকবিতণ্ডা, ধস্তাধস্তির ফলে অবরুদ্ধ ভিআইপি রোড। তীব্র যানজটে ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। যত তাড়াতাড়ি সম্ভব যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেই দাবি পুলিশের।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ তুলে শনিবার মিছিল করে বিজেপি। লেকটাউন থেকে শুরু হয় ওই মিছিল। দমদম পার্ক এলাকায় পৌঁছনোর সময় মিছিলে বাধা দেয় পুলিশ। অভিযোগ, বাধা উপেক্ষা করে এগনোর চেষ্টা করেন মিছিলকারীরা। বাধা দেওয়ার ফলে পুলিশের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী-সমর্থকদের। মিছিলকারীদের একাংশের দাবি, মহিলা কর্মীদের বাধা দেওয়ার জন্য মহিলা পুলিশকর্মী ছিলেন না। পুলিশ তাদের পোশাক ছিঁড়ে দেয় বলেই অভিযোগ।
এই ঘটনায় উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। দমদম পার্ক এলাকায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তার ফলে ভিআইপি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়। আটকে পড়ে গাড়ি, বাস। চরম ভোগান্তির শিকার হন যাতায়াতকারীরা। ওই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব যানচলাচল স্বাভাবিক করার চেষ্টায় পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.