Advertisement
Advertisement

Breaking News

Anis Khan death

Anis Khan: আনিস কাণ্ডে মহাকরণ অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কলকাতা, ছাত্রনেতার বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে SIT

পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন বিক্ষোভকারীরা।

Violent protest erupts in Kolkata over Anis Khan death | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 22, 2022 3:35 pm
  • Updated:February 22, 2022 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনিস কাণ্ডের (Anis Khan Death) প্রতিবাদে মহাকরণ অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কলকাতা। মৌলালিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াল বিক্ষোভকারীরা। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা। এদিকে পুলিশি বাধার আশঙ্কা করে মিছিল শুরুর পর রুট বদল আন্দোলনকারীদের। সব মিলিয়ে তীব্র উত্তেজনা তিলোত্তমায়। এদিকে মঙ্গলবারই আনিস খানের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সিটের সদস্যরা। 

আনিস খানের (Anis Khan Murder) মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় গোটা বাংলা। অভিযুক্তদের হদিশ পেতে গঠন করা হয়েছে সিট। এরই মাঝে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মহাকরণ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খাস কলকাতা। মঙ্গলবার দুপুরে পূর্বসূচি অনুযায়ী পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে মিছিল শুরু করে আন্দোলনকারীরা। আনিস কাণ্ডের বিচারের দাবিতে বহু পড়ুয়া সামিল হন অভিযানে। ছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। প্রথমে মৌলালিতে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। সেখানে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। পরবর্তীতে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। মৌলালি হয়ে ডোরিনা ক্রসিংয়েরর দিকে আসার কথা ছিল মিছিলটির। সেখানে জলকামান নিয়ে প্রস্তুত ছিল পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: নদীর গ্রাসে চাষের জমি, ভাঙন রুখতে উপযুক্ত ব্যবস্থা নিক কেন্দ্র, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার]

এদিকে পুলিশি বাধার আশঙ্কা করে মিছিলের রুট বদল করে আন্দোলনকারীরা। এজেসি বোস রোড ফ্লাইওভার ধরে শিয়ালদহের দিকে রওনা দেয় মিছিলটি। রাস্তার বিভিন্ন জায়গায় বসে পড়েন আন্দোলনকারীরা। বাধা দেওয়া হয় পুলিশের তরফেও। কিন্তু লক্ষ্যে পৌঁছতে মরিয়া পড়ুয়ারা। কলেজ স্ট্রিটের দিকে এগোতে থাকে মিছিল। পুরোপুরি আটকে যায় রাস্তা। অফিস ফেরার পথে প্রবল ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। অবশেষে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। আনিস কাণ্ডের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এদিকে মঙ্গলবার দুপুরে ছাত্রনেতা আনিসের বাড়িতে গিয়েছেন সিটের সদস্য মিরাজ খালিদ ও ধ্রুবজ্যোতি দে। সেখানে বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। বেশ কিছুক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি।

[আরও পড়ুন: ‘ছেলেটি মুসলিম বলে এত রাজনীতি’, আনিস খান হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্য দিলীপের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement