কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত কেষ্টপুর। জানা গিয়েছে এলাকা দখলকে কেন্দ্র করে বচসায় জড়ায় স্থানীয় তৃণমূলের দুই গোষ্ঠী। প্রথমে হাতাহাতি দিয়ে শুরু হলেও পরে গুলিও চলে। প্রায় তিন রাউন্ড গুলি চলে। এর জেরে গুরুতর জখম হয়েছেন চারজন। আহতদের মধ্যে তিন তৃণমূল কর্মী রয়েছেন৷ তাঁরা হলেন, ধ্রুবজ্যোতি চক্রবর্তী, মলয় চক্রবর্তী ও আরও একজন। চতুর্থ জন হলেন স্থানীয় সিভিক পুলিশ। তিনি গুলির শব্দ পেয়েই ঘটনাস্থলে এসেছিলেন বলে খবর। শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানার ২৩ নম্বর ওয়ার্ডের জগৎপুরের চড়কতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগুইআটি এলাকায় বিধায়ক সুজিত বসু ও তৃণমূল নেত্রী দোলা সেনের দুই ভিন্ন গোষ্ঠী রয়েছে। অভিযোগ, এই দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করেই শুক্রবার রাতে বচসা শুরু হয়। সেই বচসা থেকেই সংঘর্ষ বাধে। প্রথমে দুই তরফই পরস্পরের উপরে হামলা চালায়। বেধড়ক মারধরের পর তিন রাউন্ডও গুলিও চলে ঘটনাস্থলে। রাতবিরেতে এহেন হামলায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গুলি লেগে আহত হয়েছেন তিন তৃণমূল কর্মী-সহ এক সিভিক ভলান্টিয়ার। গুরুতর আহত অবস্থায় তাঁদের সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। এই গোষ্ঠী সংঘর্ষের জেরে এলাকায় উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ।
জানা গিয়েছে, আহতদের মধ্যে দুই দলীয় কর্মী সুজিত বসুর অনুগামী। বাকি এক তৃণমূল কর্মী দোলা সেনের অনুগামী। এদিকে হামলার ঘটনা নিয়ে দুই তরফের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে। পুজো শেষ হতে না হতেই দলীয় সংঘর্ষের ঘটনায় গোটা এলাকা থমথমে। বাসিন্দারাও আতঙ্কের প্রহর গুনছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.