Advertisement
Advertisement

আইন অমান্য কর্মসূচিতে ধুন্ধুমার, হাওড়ায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিজেপি কর্মীদের

হাওড়া পুরসভার সামনে মিছিল আটকায় পুলিশ৷

Violence in BJP rally
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 19, 2018 5:48 pm
  • Updated:December 19, 2018 5:48 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: এ রাজ্যের রথযাত্রার অনুমতি মেলেনি, আইনি লড়াই চলছে৷ আপাতত আইন অমান্য কর্মসূচি পালন করে সরকারের চাপ বাড়ানোর কৌশল নিয়েছে রাজ্য বিজেপি৷ আর সেই কর্মসূচি ঘিরেই বুধবার ধুন্ধুমার কাণ্ড হাওড়ায়৷ মিছিল আটকালে রীতিমতো দলের পতাকা ও লাঠি নিয়ে পুলিশের উপর চড়াও হলেন বিজেপি কর্মী-সমর্থকরা৷

[রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল, মন্ত্রী হচ্ছেন সুজিত বসু-তাপস রায়]

Advertisement

এ রাজ্যে বিজেপি এ রথযাত্রা করার অনুমতি দেয়নি প্রশাসন৷ মামলা গড়িয়েছে কলকাতা হাই কোর্টে৷ রাজ্য সরকার যেমন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিজেপি প্রতিনিধিদের বৈঠকে ভিডিও জমা দিতে বলেছে আদালত, তেমনি রথযাত্রা ‘সেলফ রেসট্রিকশন’ সংক্রান্ত নথি মুখবন্ধ খামে আদালতে জমা দিতে বলা হয়েছে বিজেপি রাজ্য নেতৃত্বকেও৷ বৃহস্পতিবার রথযাত্রা মামলা হাই কোর্টে রায় ঘোষণা করতে পারে বলে শোনা যাচ্ছে৷ তবে বসে নেই গেরুয়া শিবিরও৷ রাজ্যে বিভিন্ন প্রান্তে আইন অমান্য কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি৷ বুধবার আইন-অমান্য কর্মসূচি ছিল হাওড়ায়৷ কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ-সহ দলের শীর্ষ নেতারা৷ কিন্তু, তাতেও অশান্তি এড়ানো গেল না৷

বুধবার দুপুরে হাওড়া ময়দানের শরৎ সদন চত্বরে জনসভা করে বিজেপি৷ জনসভায় ভাষণ দেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষও৷ জনসভা শেষ হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সভার পর আচমকাই মিছিল করে জেলাশাসকের বাংলোর দিকে যাওয়ার চেষ্টা করেন বিজেপির কর্মী-সমর্থকরা৷ হাওড়া পুরসভার সামনে মিছিল আটকায় পুলিশ৷ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়৷ দলের পতাকা ও লাঠি নিয়ে বিজেপি কর্মীরা পুলিশের উপর চড়াও হন বলে অভিযোগ৷ পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেডও ভেঙে দেওয়া হয়৷ শেষপর্যন্ত বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এদিকে পুলিশের বিরুদ্ধে পালটা লাঠিচার্জের অভিযোগ ওঠেছে৷ বিজেপি রাজ্য নেতৃত্বের দাবি, পুলিশের লাঠির আঘাতে গুরুতর জখম হয়েছেন দলের এক মহিলা কর্মী৷

[ অনিশ্চিত রথযাত্রা, বিকল্প কৌশলের সন্ধানে গেরুয়া শিবির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement