অর্ণব আইচ: গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র বালিগঞ্জ। এক মহিলা-সহ আহত ৪। ঘটনায় আতঙ্কিত বালিগঞ্জের পেয়ারাবাগান এলাকার বাসিন্দারা। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে দু’পক্ষ। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
[সিগারেট খাওয়ায় হেনস্তা যাদবপুরের দুই ছাত্রীকে]
শহরের অভিজাত এলাকা বালিগঞ্জ। কলকাতার প্রায় সর্বত্রই এখন প্রোমাটিং ব্যবসার রমরমা। মাথা তুলছে একের পর এক বহুতল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বালিগঞ্জের পেয়ারাবাগান এলাকায় নির্মাণ ব্যবসা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। শুক্রবার সন্ধ্যায় আচমকাই সংঘর্ষে জড়িয়ে পড়ে ওই গোষ্ঠীর সদস্যরা। একে অপরকে লক্ষ্য করে ইট, কাঁচের বোতলের টুকরো ছুড়তে শুরু করে তারা। চোখের নিমেষে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আতঙ্কে ঘরের ভিতরে ঢুকে পড়েন বালিগঞ্জের পেয়ারাবাগান এলাকার বাসিন্দারা। সংঘর্ষে একজন মহিলা-সহ ৪ আহত হন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগে থানায় এফআইআর করেছে। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকা এখনও যথেষ্ট থমথমে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বালিগঞ্জে পেয়ারাবাগানে বসেছে পুলিশ পিকেটও।
[মেট্রোয় যুগল হেনস্তা, অবশেষে মামলা রুজু পুলিশের]
মাস খানেক আগে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল আলিপুরের গোপালনগর। অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ জড়িয়ে পড়েছিল শাসকদলেরই দুই গোষ্ঠী। একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া থেকে একে পর এক গাড়িতে ভাঙচুর। বাদ যায়নি কিছুই। এমনকী, পার্টি অফিসেও ভাঙচুর চলে বলে অভিযোগ। ঘটনার বেশ কয়েকদিন পর দক্ষিণ ২৪ পরগনার গুরুদাসপুর থেকে তৃণমূল নেতা প্রতাপ সাহাকে গ্রেপ্তার করে পুলিশ।
[আন্দোলনে স্বীকৃতি, মেট্রোর নয়া স্মার্ট কার্ডে স্থান পেল বাংলা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.