মলয় কুণ্ডু: বছর শেষে রাজ্য পুলিশে বড়সড় রদবদলের ঘোষণা নবান্নর। বছরের শেষ দিন কলকাতার নয়া পুলিশ কমিশনার পদে আসীন হচ্ছেন বিনীত গোয়েল। সৌমেন মিত্রর (Soumen Mitra) জায়গায় দায়িত্ব নিতে চলেছেন তিনি। দায়িত্ব বাড়ল জ্ঞানবন্ত সিংয়েরও।
চলতি বছর ফেব্রুয়ারিতে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে অনুজ শর্মার (Anuj Sharma) পরিবর্তে কলকাতার পুলিশ কমিশনার (Police Commissioner) হন সৌমেন মিত্র। বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর কলকাতার নগরপাল পদ থেকে অবসর নিচ্ছেন তিনি। উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে ছিল বিনীত গোয়েলেরই নাম। আর বৃহস্পতিবার সরকারিভাবেই তাঁর নাম ঘোষণা করে দেওয়া হল। এদিকে, কমিশনারের দায়িত্ব থেকে অবসর নেওয়া সৌমেন মিত্র ডিজি (ট্রেনিং) ওএসডির দায়িত্ব পেলেন। আগামিকাল থেকেই এই পদে দেখা যাবে তাঁকে। আর সিআইডির এসটিএফের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল জ্ঞানবন্ত সিংকে (Gyanwant Singh)৷
১৯৯৪ সালের আইপিএস ব্যাচের ক্যাডার ছিলেন বিনীত গোয়েল। বর্তমানে তিনি রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (STF) অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেলের পদ সামলাচ্ছিলেন। প্রসঙ্গত, মনে করিয়ে দেওয়া যাক, চলতি বছর সাপুরজির আবাসনে এনকাউন্টারের ঘটনায় বড়সড় সাফল্য পেয়েছিল এসটিএফের দল। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবেই যেন কলকাতার নয়া নগরপাল হিসেবে বেছে নেওয়া হল বিনীত গোয়েলকে।
এদিকে বর্তমানে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বা এডিজি (ADG) পদে রয়েছেন জ্ঞানবন্ত সিং৷ তাঁকে এবার এসটিএফের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হচ্ছে। ২০০৭ সালে কলকাতায় রিজওয়ানুর রহমানের রহস্যমৃত্যুর খবর গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছিল। সেই সময়ই শিরোনামে উঠে এসেছিল জ্ঞানবন্ত সিংয়ের নাম। তারপর নানা আইনি জটিলতা কাটিয়ে ধীরে ধীরে পদোন্নতি হয়েছে তাঁর। এবার সিআইডির এসটিএফের ভারও তাঁর শক্ত কাঁধেই তুলে দিল নবান্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.