সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গড়িয়ার ভিক্টোরিয়া গ্রিন কমপ্লেক্স আবাসনের পুজোর উদ্বোধন করল একঝাঁক অনাথ ছেলেমেয়ে। ২০ বছরের এই পুজোর এবারের থিম ‘দেশের বাড়ির পুজো’। আর সেই পুজোরই উদ্বোধনে কোনও সেলেব্রিটি নয়, তাঁরা আমন্ত্রণ জানালেন কেষ্টপুরের ‘এশিয়ান সহযোগী সংস্থা ইন্ডিয়া’র অনাথ ছেলেমেয়েদের।
নস্ট্যালজিয়া ও ঐক্যের থিম মাথায় রেখেই এবারের পুজো ভাবনা ভিক্টোরিয়া গ্রিন কমপ্লেক্সের। উদ্বোধন করতে আসা খুদে অতিথিদের জন্য ছিল খাবারের প্যাকেট থেকে উপহার, এমনকী আর্থিক সহায়তার ব্যবস্থাও। পুজো কমিটির আহ্বায়ক গীতা সরকার জানিয়েছেন, ”এবারের উদ্যোগকে আরও বিশেষ করে তুলতেই আমাদের এই পরিকল্পনা।” তিনি জানাচ্ছেন, ওই শিশুদের অভ্যন্তরীণ প্রতিভার বিকাশের বিচ্ছুরণের প্রকাশ ঘটাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়েছে।
এই পুজোয় (Durga Puja 2023) মণ্ডপটিতে রয়েছে সাবেকিয়ানার ছাপ। ঠাকুরদালানের আবহে তৈরি করা হয়েছে মঞ্চ। প্রতিমা একচালার। একেবারেই বাংলার চিরচেনা মাতৃমুখের আদলেই প্রতিমা। সব মিলিয়ে থিমের আতিশয্য নয়, বরং আন্তরিকতাকে সঙ্গে করেই পুজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.